ঢাকা, মঙ্গলবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

বিনোদন

‘২.০’ সিনেমাতেও আছেন ঐশ্বরিয়া!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:২২, অক্টোবর ১, ২০১৮
‘২.০’ সিনেমাতেও আছেন ঐশ্বরিয়া! 'রোবট' সিনেমার একটি দৃশ্যে রজনীকান্ত ও ঐশ্বরিয়া

ভারতের দক্ষিণী সিনেমা ‘২.০’। সম্প্রতি প্রকাশ পেয়েছেন এস শঙ্কর পরিচালিত বিগ বাজেটের সিনেমাটির টিজার।

টিজার দিয়ে সিনেমাটি ব্যাপক আলোচনায় এসেছে। এটি মেগাস্টার রজনীকান্ত অভিনীত ‘রোবট’র সিক্যুয়েল।

আবারও বিজ্ঞানী বশিগরন পর্দায় হাজির হচ্ছেন তার আবিষ্কৃত চিট্টি দ্য রোবটকে নিয়ে।
 
দ্বিতীয় কিস্তিতে অভিনয় করেছেন রজনীকান্ত, অক্ষয় কুমার ও অ্যামি জ্যাকসন। তবে সম্প্রতি গুঞ্জন শোনা যাচ্ছেন ‘রোবট’র মতো ‘২.০’তেও নাকি দেখা যাবে বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনকে। ঐশ্বরিয়া প্রথম পর্বে রজনীকান্তের বিপরীতে অভিনয় করেছিলেন।

নতুন পর্বে বেশকিছু ইমোশনাল দৃশ্যে সাবেক এই বিশ্ব সুন্দরীকে দেখা যাবে বলে শোনা যাচ্ছে।

সিনেমাটির বাজেট ৬০০ কোটি রূপি পার করেছে। যা ‘বাহুবলী’র বাজেটকেও পেছনে ফেলে দিয়েছে। সিনেমাটি পরিবেশনার দায়িত্বে আছেন করণ জোহর ও হিন্দি বেল্ট। চলতি বছরেই ‘২.০’র মুক্তি পাওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৮
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।