ঢাকা, বুধবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

বিনোদন

সাদাতের ‘ব্যথা’তে ইভানা-তালহা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:১৯, নভেম্বর ৫, ২০১৮
সাদাতের ‘ব্যথা’তে ইভানা-তালহা ইভানা ও তালহা

কণ্ঠশিল্পী সাদাত হোসাইনের নতুন গান ‘ব্যথা’।  তার নিজের কথা ও সুরে এর সঙ্গীত পরিচালনা করেছেন মনি জামান।

গানটির ভিডিওর মডেল হয়েছেন অভিনেত্রী পার্সা ইভানা ও অভিনেতা তালহা খান। স্যাড রোমান্টিক গল্পে  গানটির ভিডিও নির্মাণ করেছেন খাইরুল পাপন।

সাদাত বলেন, আমি চেষ্টা করেছি গানটি যুগোপযোগী করে তৈরি করতে। এখনকার শ্রোতারা যে ধরনের গান শোনেন আমার গানটি তেমনই। ভিডিওটি গানের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে বহুগুণে। আশা করছি গানটি সবার ভালো লাগবে।

জানা গেছে, আগামী মঙ্গলবার (৬ নভেম্বর) ধ্রুব মিউজিক কটেজের ইউটিউব চ্যানেলে ‘ব্যথা’ গানটি প্রকাশ করা হবে।

বাংলাদেশ সময়: ২১১৯ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৮
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।