ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

বিনোদন

আসিফের ‘একটা গল্প ছিল’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৫০, নভেম্বর ২৭, ২০১৮
আসিফের ‘একটা গল্প ছিল’ ‘একটা গল্প ছিলো’ ভিডিওর পোস্টার

বাংলা গানের যুবরাজ কণ্ঠশিল্পী আসিফ আকবর। একের পর এক গান উপহার দিয়ে যাচ্ছেন তিনি। গানগুলোতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি মডেলও হচ্ছেন তিনি।

এবার আসছেন ‘একটা গল্প ছিলো’ শিরোনামের একটি গান নিয়ে। মঙ্গলবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান ডিজিটাল সলিউশন’র ইউটিউব চ্যানেল রসগোল্লা থেকে প্রকাশ পাবে তার এই গানটি।

 

গানটির কথা লিখেছেন স্নেহাশীষ ঘোষ। সুর-সঙ্গীতায়োজন করেছেন যথাক্রমে মোহাম্মদ মিলন-এমএমপি রনি। ভিডিওটি নির্মাণ করেছেন সৌমিত্র ঘোষ ইমন।  

ভিডিওতে আসিফের সঙ্গে মডেল হিসেবে দেখা যাবে চিত্রনায়িকা তানহা তাসনিয়াকে।

শুক্রবার (২৩ নভেম্বর) গানটি প্রসঙ্গে রসগোল্লা’র ইউটিউব চ্যানেলে একটি ভিভিও বার্তা দিয়েছেন আসিফ। গানটির সঙ্গে সংশ্লিষ্ট সবার প্রশংসার পাশাপাশি ‘একটা গল্প ছিলো’ দর্শক-শ্রোতাদের ভালো লাগবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, ২০১৮
ওএফবি/এপি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।