ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

বিনোদন

ট্রফির নজরুল সঙ্গীতের অ্যালবাম ‘চৈতী চাঁদের আলো’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২৮, ডিসেম্বর ৫, ২০১৮
ট্রফির নজরুল সঙ্গীতের অ্যালবাম ‘চৈতী চাঁদের আলো’ উম্মে রুমা ট্রফি

সম্প্রতি উম্মে রুমা ট্রফি’র নজরুল সঙ্গীতের অ্যালবাম ‘চৈতী চাঁদের আলো’ সিডি আকারে প্রকাশিত হলো। অ্যালবামটি প্রকাশ করেছে প্রযোজনা প্রতিষ্ঠান লেজার ভিশন।

১২টি গানের অ্যালবামটির সঙ্গীতায়োজন করেছেন দূর্বাদল চট্টোপাধ্যায়।

অ্যালবামের গানগুলো হচ্ছে-  ‘নহে নহে প্রিয়’, ‘চৈতী চাঁদের আলো’, ‘তুমি আরেকটি দিন থাকো’, ‘মোর না মিটিতে আশা’ ও ‘মনে পড়ে আজ সে কোন জনমে’।

অ্যালবামটি প্রসঙ্গে উম্মে রুমা ট্রফি বলেন, অ্যালবামের প্রথা তো এখন আর একেবারেই নেই। তবু একান্ত নিজের ভালোলাগা থেকে অ্যালবাম প্রকাশে আগ্রহী হয়েছি। শৈশব থেকে গানের সঙ্গেই আছি। আশা রাখি, অ্যালবামটি নজরুলসঙ্গীত প্রেমীদের ভালো লাগবে।

বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৮
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।