ঢাকা, রবিবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

বিনোদন

‘মিস ওয়ার্ল্ড’র ফাইনাল থেকে বাদ ঐশী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:২২, ডিসেম্বর ৯, ২০১৮
‘মিস ওয়ার্ল্ড’র ফাইনাল থেকে বাদ ঐশী জান্নাতুল ফেরদৌস ঐশী।

শেষ পর্যন্ত মিস ওয়ার্ল্ড ২০১৮’র ফাইনাল থেকে বাদ পড়েছেন বাংলাদেশের মেয়ে জান্নাতুল ফেরদৌস ঐশী।

শনিবার (০৮ ডিসেম্বর) সন্ধ্যায় চীনের সানইয়াহ শহরে শুরু হয়েছে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে। সেখানে সেরা ত্রিশ থেকে সেরা বারো নির্বাচন করা হলে বাদ পড়েন ঐশী।

এবারই প্রথম বাংলাদেশের কোনও প্রতিযোগী 'মিস ওয়ার্ল্ড'-এ সেরা ত্রিশ নির্বাচিত হয়ে ফাইনালের মঞ্চে উঠেছে। বাংলাদেশ ছাড়াও বাদ পড়েছে গতবারের বিজয়ী দেশ ভারতও। রাতেই জানা যাবে এবারের বিশ্ব সুন্দরীর নাম।

বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৮
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।