ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

বিনোদন

করোনামুক্ত হলেন কারিনা কাপুর

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৫০, ডিসেম্বর ২৫, ২০২১
করোনামুক্ত হলেন কারিনা কাপুর করিনা কাপুর খান

সম্প্রতি মহামারি করোনা ভাইরাসের আক্রান্ত হয়েছিলেন বলিউড অভিনেত্রী করিনা কাপুর খান। তবে বর্তমানে করোনা ভাইরাস মুক্ত হয়েছেন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন এই অভিনেত্রী নিজেই।  

সামাজিকমাধ্যম ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে করিনা লেখেন, আমার করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে। এই দুঃসময়ে আমাদের পথ প্রদর্শক হওয়ার জন্য ধন্যবাদ বোন কারিশমা কাপুর।  

একই পোস্টে বলিউডের এই অভিনেত্রী তার ভক্ত, চিকিৎসক এবং বৃহনমুম্বাই মিউনিসিপ্যাল করপোরেশনকে ধন্যবাদ জানিয়েছেন।

কারিনা করোনা আক্রান্ত হওয়ার পর তার স্বামী অভিনেতা সাইফ আলি খান হোটেলে ছিলেন। ধৈর্য্য ধরে এতোদিন বাড়ির বাইরে থাকার জন্য তার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন এই অভিনেত্রী।

করোনা মুক্তির খবর দেওয়ার পাশাপাশি সবাইকে বড়দিনের অগ্রিম ‍শুভেচ্ছা জানিয়েছেন কারিনা।

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২১
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।