ঢাকা, শনিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

ফিচার

কুকুরের জন্য নতুন বিয়ার

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:১৫, নভেম্বর ২৭, ২০১০
কুকুরের জন্য নতুন বিয়ার

প্রাণিজগতে মানুষের প্রথম সখ্য হয় যে প্রাণির সাথে, তার নাম কুকুর। কুকুর নিয়ে বিভিন্ন ধর্ম এবং নানা জাতি-উপজাতিতে আছে নানা পৌরাণিক কাহিনী।

শিল্প-সাহিত্যেও কুকুর নিয়ে আছে অনেক গল্প-গাথা। প্রভুভক্ত হিসেবে এর কদর তো সেই আদিকাল থেকেই। সব মিলিয়ে তাকে  নিয়ে মানুষের উৎসাহের কমতি নেই। কুকুরের জন্য মানুষ যেমন তৈরি করেছে হরেক রকম খাবার, তেমনি তৈরি করা হয়েছে নানারকম পানীয়। এর একটি হলো বিয়ার। সম্প্রতি হল্যান্ডের একটি কোম্পানি কুকুরের জন্য নতুন এক ধরনের  বিয়ার বাজারে এনেছে।

কিসপেলবিয়ার নামের এ পানীয়তে কোনও অ্যালকোহল নেই। গরুর মাংসের স্বাদে তৈরি করা হয়েছে এ বিয়ারটি। আর এতে আছে কুকুরের জন্য উপকারী কিছু খাদ্য উপাদান। প্রস্তুতকারকরা জানিয়েছেন, একটি বড় কুকুরের জন্য একদিনে এক বোতল বিয়ারই যথেষ্ট।

পোল্যান্ডে বাজারজাত হওয়ার পর সেখানকার এক কুকুরমালিক এটি পান করার চেষ্টা করেছিলেন। তিনি বলেন, এটি স্বাদে অনন্য। আমার কুকুর এটি খুব পছন্দ করে। আমার জন্য এটি খুব ভালো হয়েছে, কারণ এখন আমি এবং আমার কুকুর একসাথে বারে যেতে পারবো।

বাংলাদেশ স্থানীয় সময় ২২০৫, নভেম্বর ২৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।