প্রাণিজগতে মানুষের প্রথম সখ্য হয় যে প্রাণির সাথে, তার নাম কুকুর। কুকুর নিয়ে বিভিন্ন ধর্ম এবং নানা জাতি-উপজাতিতে আছে নানা পৌরাণিক কাহিনী।
কিসপেলবিয়ার নামের এ পানীয়তে কোনও অ্যালকোহল নেই। গরুর মাংসের স্বাদে তৈরি করা হয়েছে এ বিয়ারটি। আর এতে আছে কুকুরের জন্য উপকারী কিছু খাদ্য উপাদান। প্রস্তুতকারকরা জানিয়েছেন, একটি বড় কুকুরের জন্য একদিনে এক বোতল বিয়ারই যথেষ্ট।
পোল্যান্ডে বাজারজাত হওয়ার পর সেখানকার এক কুকুরমালিক এটি পান করার চেষ্টা করেছিলেন। তিনি বলেন, এটি স্বাদে অনন্য। আমার কুকুর এটি খুব পছন্দ করে। আমার জন্য এটি খুব ভালো হয়েছে, কারণ এখন আমি এবং আমার কুকুর একসাথে বারে যেতে পারবো।
বাংলাদেশ স্থানীয় সময় ২২০৫, নভেম্বর ২৭, ২০১০