দলগুলো তাদের স্ট্র্যাটেজিক কারণে চায় না, এ ধরনের বড় আয়োজনের আগে তাদের প্রস্তুতি ম্যাচগুলো টেলিভিশনে দেখানো হোক। এই ম্যাচের মাধ্যমে তারা নিজেদের দুর্বলতাগুলো কাটিয়ে ওঠার চেষ্টা করেন।
ফলে দুর্বলতাগুলো সবার সামনে প্রকাশ্য হোক এটা প্রত্যাশিত নয়। এছাড়াও টেলিভিশন চ্যানেলগুলোও এ ব্যাপারে আগ্রহ দেখায় না। কারণ তারা প্রয়োজনীয় বিজ্ঞাপন পায় না। একটি খেলা টেলিভিশনে প্রচার অনেক ব্যয়বহুল। তাই তারা এ ধরনের ম্যাচ দেখানোর বিষয়টি এড়িয়ে যায়।
তবে প্রস্তুতি ম্যাচগুলো নিয়ে সংবাদমাধ্যম যে চুলচেরা বিশ্লেষণ করে তা দলের জন্য সহায়ক হতে পারে।
বাংলাদেশ সময় ১০২৭ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৪
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।