ঢাকা, সোমবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

ফিচার

টাইগারদের উৎসাহ দিতে বিসিবির প্রতি আহ্বান

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০০, মার্চ ১৪, ২০১৪
টাইগারদের উৎসাহ দিতে বিসিবির প্রতি আহ্বান

ঢাকা: বাংলাদেশ ক্রিকেট দলকে উৎসাহ জোগানোর জন্য বিসিবির প্রতি আহ্বান জানিয়েছেন মালয়েশিয়া প্রবাসী মো. দিনার।

শুক্রবার বাংলানিউজের ‘কেমন ক্রিকেট চাই’ শীর্ষক নাগরিক মন্তব্যে  অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান।



দিনার বলেন, সাম্প্রতিক খেলাগুলোতে দেখা যাচ্ছে বাংলাদেশ অনেক ভালো খেলেও জয়ে পৌঁছাতে পারছে না। দলের সদস্যদের দেখলেই মনে হয় তারা মানসিক সমস্যায় ভূগছে। তাদের কাউন্সিলিং দরকার। উৎসাহ আর সাহস দিলে তারা ভবিষ্যতে ভালো করবে।

এদিকে মাহমুদুল্লাহ আর জিয়াকে দলে না নেওয়ায় হতাশা প্রকাশ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের অস্টম সেমিস্টারের ছাত্র আবদুল মমিন।

বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।