ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

ফিচার

আগামী ২ বছরে বিদ্যুতের দাম না বাড়ানোর দাবি ইব্রাহীমের

বাংলানিউজটিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০৫, মার্চ ১৯, ২০১৪
আগামী ২ বছরে বিদ্যুতের দাম না বাড়ানোর দাবি ইব্রাহীমের

ঢাকা: আগামী ২ বছরে যাতে বিদ্যুতের দাম আর না বাড়ে সেজন্য সরকারের প্রতি দাবি জানিয়েছেন চট্টগ্রামের কুনির বিল বহুমুখী সমবায় সমিতির মোহাম্মদ ইব্রাহীম।

বাংলানিউজের ‘কীভাবে দেখছেন বিদ্যুতের দাম বাড়ানো?’শীর্ষক নাগরিক মন্তব্য ‍অংশ নিয়ে এ দাবি করেন তিনি।



বাংলানিউজে পাঠানো ইমেইল বার্তায় তিনি বিদ্যুতের দাম কমানো ও বিভ্রাট রোধে সরকার ও সকল বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলোকে বৈঠকে বসে জনসাধারণের স্বার্থ বিশ্লেষণ পূর্বক সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানিয়েছেন।

বিদ্যুতের দাম বাড়ানোকে তিনি বাংলাদেশের গরীব ও নিম্নবিত্তের জন্য এটা একটি অনাকাঙ্খিত ও বিরক্তিকর সংবাদ হিসেবে উল্লেখ  করেছেন।

তিনি বলেছেন, এতে করে নতুন নতুন ক্ষুদ্র উদ্যোক্তারা সাহস হারাবেন। ঘনঘন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ভিত্তি প্রস্তর স্থাপন না করে, প্রোডাক্টিভিটি বাড়ানোর চিন্তাই সরকারের প্রথম বিবেচনায় থাকা উচিত যাতে ভিত্তিটা পাথরে না হয়ে অন্তরে হয়।

বাংলাদেশ সময়: ১০৫৮ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।