ঢাকা: বিদ্যুৎ বিতরণের ক্ষেত্রে আগে বিল পরিশোধ (প্রি-পেইড) মিটার ব্যবস্থা চালু করলে বিদ্যুৎ বিতরণে সংশ্লিষ্টদের দুর্নীতি কমতো বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের হাটহাজারীর মো. জানে আলম।
বাংলানিউজের ‘কীভাবে বিদ্যুতের দেখছেন দাম বাড়ানো’ শীর্ষক নাগরিক মন্তব্যে অংশ নিয়ে জানে আলম এ মত দেন।
তবে প্রি-পেইড মিটারিং ব্যবস্থা দুর্নীতির আশু সমাধান নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর জ্বালানি বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. শামসুল আলম।
তিনি বলেছেন, দুর্নীতির সঙ্গে প্রি-পেইড মিটারের কোনো সম্পর্ক নেই। বিদ্যুৎ গ্রাহকের মিটারে পৌঁছানোর আগেই বিভিন্ন স্তরে দুর্নীতি হয়।
সিস্টেম লসে রোধে মিটারিংয়ের কোনো ভূমিকা নেই উল্লেখ করে চুয়েটের সাবেক এ অধ্যাপক বলেন, মিটারিংয়ে শুধু গ্রাহকের সচেতনতা বাড়ে, বিদ্যুৎ অপচয় রোধ হয়।
** বিতরণ প্রতিষ্ঠানগুলো অসাধু ব্যবসা কবলিত
** তেলবিদ্যুৎ বাড়িয়ে চাহিদা কমানো অবাস্তব
** উদ্যোগের অভাব বিদ্যুত খাতে বড় সংকট
** সৌর বিদ্যুতের ওপর জোর দেওয়া দরকার
** বিদ্যুতের মূল্যবৃদ্ধিতে ভোক্তার স্বার্থ বিবেচিত হয় না
** মিটার পর্যবেক্ষণ অন্যের হাতে থাক
** ক্রয়মূল্য, বিতরণ ব্যয় নিয়েই মূল্য নির্ধারণ হয়
বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৪