ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

ফিচার

নাগরিক মন্তব্যে অংশ নিন

শোকার্ত বন্ধুরা এসেছেন বাংলানিউজে

. | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪১, এপ্রিল ২২, ২০১৪
শোকার্ত বন্ধুরা এসেছেন বাংলানিউজে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: শোকার্ত বন্ধুরা এসেছেন বাংলানিউজে।   প্রিয় পাঠক, সমুদ্রস্নানে ভেসে গেলো তাজা ক’টি প্রাণ! কয়েকজন বন্ধু হৈ-হুল্লোড় করে পানিতে নেমেছিলেন, কেউ ফিরলেন কেউ ফিরলেন না।

সমুদ্র টেনে নিয়ে গেলো তার করাল গ্রাসে। যারা ফেরেন নি প্রাণ নিয়ে, তাদের চারজন লাশ হয়ে ফিরেছেন, আর দুজন ফিরলেনই না। প্রায়শই এমন করে ভেসে যায় তাজা-তাজা প্রাণ। কিন্তু কি হয় সেই সমুদ্রে? সেন্ট-মার্টিনসের সমুদ্র কেনই এত মানুষখেকো? আর কিই বা তার সতর্কীকরণ ব্যবস্থা? কোন পথে তারুণ্যের সমুদ্রস্নান বাধা পড়ে থাকবে না নিষেধাজ্ঞার আড়ালে? কোন পথে বন্ধ হবে এমন মৃত্যু?

সেন্টমার্টিনসে আমরা হারিয়েছি ইশতিয়াক, নোমান, সাব্বির, রহিম, সাদ্দাম, মানফেজুলকে।

বন্ধু হারানো বন্ধুরা এসেছেন বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র অফিসে। এসেছেন সিফাত, শোভন, শাইফ, অনীক, খালিদ, পূর্ণী ও স্নেহাশিস।

তারা বলবেন বন্ধুদের হারানোর শোকাবহ গল্প। আর পাঠকের কোনো প্রশ্ন থাকলে উত্তর দেবেন।

সেন্টমার্টিন্স থেকে কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লে. কাজী হারুনুর রশীদ রয়েছেন বাংলানিউজের সাথে।

তিনিও দেবেন যেকোনো প্রশ্নের উত্তর।

বাংলানিউজের এই নাগরিক মন্তব্যে অংশ নিয়ে পাঠক তার মনের কথা বলতে পারবেন। লিখে পাঠাতে পারবেন কোনো অভিজ্ঞতার কথাও।

অংশ নিতে বরাবরের মতোই পাঠকের ফোনকল রিসিভ করতে নিউজরুমে সক্রিয় রয়েছে- ০১৭৯২১০৪৪৬২, ০১৮৫১৬৯২৩৬৭, ০১৬২১৭৪৬৯০৬, ৮৪০২১৮১ ও ৮৪০২১৮২ নম্বরগুলো।

পাঠক অ্যালার্ট কল দিলে ফিরতি কল করে কথা বলবেন বাংলানিউজের কর্মীরা; টেলিফোনেই জেনে নেবেন পাঠকের কথা। পাঠক নিজেই মন্তব্য কিংবা প্রশ্ন লিখে ইমেইল করতে পারবেন- nagorikmontobyo@gmail.com এই ঠিকানায়।

পাঠকের মন্তব্য নির্ভুল ও সঠিকভাবে প্রতিবেদন আকারে অনলাইনে তুলে ধরতে সার্বক্ষণিকভাবে কাজ করবে বাংলানিউজ টিম।

বাংলাদেশ সময়: ১৫৪১ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।