ঢাকা: কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্র নয়ন ইসলাম।
মঙ্গলবার বিকেলে বাংলানিউজের নাগরিক মন্তব্যে অংশ নিয়ে জবির গণিত বিভাগের ছাত্র নয়ন এই মন্তব্য করেন।
তিনি বলেন, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়সহ শিক্ষা-প্রতিষ্ঠান থেকে প্রতি বছরই শিক্ষক-শিক্ষার্থীরা আনন্দ ভ্রমণে যান। কিন্তু সেখানে গিয়ে প্রতি বছরই কোনো না কোনো দুর্ঘটনা ঘটে। এ নিয়ে সরকারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে সর্তকতামূলক কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি।
তাই ওখানে গিয়ে যাতে কেউ লাশ হয়ে না ফিরেন এ জন্য সংশ্লিষ্ট এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানান।
বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৪