ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

ফিচার

সমুদ্রস্নানে মৃত্যুর জন্য কর্তৃপক্ষই দায়ী

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৩, এপ্রিল ২২, ২০১৪
সমুদ্রস্নানে মৃত্যুর জন্য কর্তৃপক্ষই দায়ী

ঢাকা: সমুদ্রস্নানে গিয়ে যারা মারা যান তাদের মৃত্যুর জন্য সম্পূণভাবেই কর্তৃপক্ষকে দায়ী করলেন সৈয়দা ইয়াসমিন নামে এক মা।

মঙ্গলবার বাংলানিউজের ‘সমুদ্রস্নানে কেন হারায় তাজা প্রাণ’ শীর্ষক নাগরিক মন্তব্যে অংশ নিয়ে তিনি একথা বলেন।



তিনি বলেন, এই মৃত্যু খুবই মর্মান্তিক। জীবনের এই অপচয়ের জন্য কর্তৃপক্ষই দায়ী। কর্তৃপক্ষ সমুদ্র ও পাহ‍াড়ি এলাকায় ভ্রমণকারীদের নিরাপত্তা জোরদারে কোনো ব্যবস্থাই গ্রহণ করেনি।

সমুদ্র এলাকায় সর্বোচ্চ সতর্কতা ও নিরাপত্তা জোরদার করা উচিত বলে মন্তব্য করে তিনি বলেণ, একইসঙ্গে সমুদ্র এলাকার হোটেলগুলোতেও সচেতনতা বৃদ্ধির জন্য সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা উচিৎ।

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।