ঢাকা: সমুদ্রস্নানে গিয়ে যারা মারা যান তাদের মৃত্যুর জন্য সম্পূণভাবেই কর্তৃপক্ষকে দায়ী করলেন সৈয়দা ইয়াসমিন নামে এক মা।
মঙ্গলবার বাংলানিউজের ‘সমুদ্রস্নানে কেন হারায় তাজা প্রাণ’ শীর্ষক নাগরিক মন্তব্যে অংশ নিয়ে তিনি একথা বলেন।
তিনি বলেন, এই মৃত্যু খুবই মর্মান্তিক। জীবনের এই অপচয়ের জন্য কর্তৃপক্ষই দায়ী। কর্তৃপক্ষ সমুদ্র ও পাহাড়ি এলাকায় ভ্রমণকারীদের নিরাপত্তা জোরদারে কোনো ব্যবস্থাই গ্রহণ করেনি।
সমুদ্র এলাকায় সর্বোচ্চ সতর্কতা ও নিরাপত্তা জোরদার করা উচিত বলে মন্তব্য করে তিনি বলেণ, একইসঙ্গে সমুদ্র এলাকার হোটেলগুলোতেও সচেতনতা বৃদ্ধির জন্য সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা উচিৎ।
বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৪