ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

ফিচার

সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্ব কোস্টগার্ডের নয়

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪৭, এপ্রিল ২২, ২০১৪
সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্ব কোস্টগার্ডের নয় লে. কাজী হারুনুর রশিদ

ঢাকা: সমুদ্র সৈকতে বেড়াতে যাওয়া পর্যটকদের সার্বক্ষণিক নিরাপত্তা দেওয়া কোস্টগার্ডের দায়িত্ব নয় বলে মন্তব্য করেছেন লে. কাজী হারুনুর রশিদ।

মঙ্গলবার বাংলানিউজকের নাগরিক মন্তব্যে অংশগ্রহণকারী একজনের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।



তিনি বলেন, কোস্টগার্ডের দায়িত্ব হলো দুর্ঘটনাকবলিদের বা জাহাজেকে উদ্ধার করা, অবৈধ মৎস আহরণ প্রতিরোধ করা, মাদক প্রতিরোধ, উপকূলীয় বন সংরক্ষণ করা। পর্যটকদের সার্বক্ষণিক নিরাপত্তা দেওয়া, লাইফ গার্ড দিয়ে দাড়িয়ে থাকার দায়িত্ব গোস্টগার্ডের নয়।

কোস্টগার্ড কোনো দুর্ঘটনার খবর পাওয়ার পর উদ্ধার অভিযান পরিচালনা করবে বলে মন্তব্য করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।