ঢাকা, রবিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

ফিচার

কর্মক্ষেত্রে সজাগ থাকুন কুম্ভ, দিনটি শুভ মিথুনের

জ্যোতিষ কুমারী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:০৫, এপ্রিল ৩০, ২০১৪
কর্মক্ষেত্রে সজাগ থাকুন কুম্ভ, দিনটি শুভ মিথুনের

আজ কেমন যাবে
জ্যোতিষ কুমারী রুবাই
তারিখ- ৩০/৪/২০১৪

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)  শুভ রং: লাল, শুভ সংখ্যা: ৬
সাহসী চরিত্রের মানুষ আপনি। কর্মতৎপরতা ও উদ্যম আপনার শক্তি।

  আজ আপনার সামাজিক পরিচিতির মাধ্যমে নতুন সম্ভাবনা তৈরির যোগ আছে। নিকটাত্মীয়ের চক্রান্তের শিকার হতে পারেন। চেষ্টার অভাবে প্রেমযোগ দুর্বল হয়ে যেতে পারে।

টোটকা: কুকুর, গবাদি পশুকে খাদ্য দান করুন। শোবার ঘরে সাদা চাদর বা পর্দা ব্যাবহার করুন।

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে) শুভ রং: সাদা, শুভ সংখ্যা: ৯
আপনি স্থির চিন্তার মানুষ হলেও সামান্য বিষয়েই অভিমান করেন। আজ আপনার আবেগের সুযোগ নিয়ে আপনাকে উত্তেজিত করে কাজ হাসিল করতে পারে কোনো সহকর্মী। কর্মক্ষেত্রে সজাগ থাকুন। আজকের দিনের প্রেমের পথ থাকবে কিছুটা বন্ধুর।

টোটকা: ধর্মগ্রন্থ পাঠ করুন। ঈশ্বরের উদ্দেশ্যে সুগন্ধি ধূপ নিবেদন করুন।
  
মিথুন: (২২মে – ২১ জুন) শুভ রং: সবুজ, শুভ সংখ্যা: ৮
বুদ্ধিবৃত্তিক কাজে রয়েছে আপনার বিশেষ দক্ষতা। এই বৈশিষ্ট্য আজকের দিনে প্রবল হবে। আপনার আজকের দিনটি শুভ। পারিবারিক সমস্যার সমাধান হতে পারে কোনো অভিভাবকের সাহায্যে। প্রেমযোগ আছে।

টোটকা: কাক-পক্ষীকে দানা শস্য দান করুন। কাজের জায়গায় একটি গোল স্ফটিক রাখুন।

কর্কট: (২২ জুন – ২২ জুলাই) শুভ রং: হলুদ, শুভ সংখ্যা: ৭
আপনি শান্ত ও শান্তিপ্রিয়। আজ আপনার স্থির বুদ্ধিতে ব্যবসা সংক্রান্ত সমস্যার সুরাহা হতে পারে। প্রেমের জন্য শুভ। আসতে পারে প্রেমের প্রস্তাব। রাস্তা পারাপারের সময় বিশেষ সর্তক হোন। অভিভাবকদের পরামর্শে সমস্যা থেকে মুক্তি পাবেন।
 
টোটকা: ধর্মগ্রন্থ পাঠ করুন। গরিবদের আজকের দিনে খাদ্য দান আপনার পক্ষে শুভ।
 
সিংহ: (২৩ জুলাই  - ২৩ আগস্ট)  শুভ রং: বাদামি, শুভ সংখ্যা: ১২
আপনার চরিত্রে রয়েছে আভিজাত্য, নেতৃত্ব ও মানব প্রেমের  এক সুন্দর সমন্বয়। এই বিষয়গুলিকে কাজ লাগিয়ে আজকের দিনে কর্মক্ষেত্রে অর্থনৈতিক উন্নতির সম্ভাবনা আছে। ত্বকের সমস্যা কষ্ট দিতে পারে। নিকটাত্মীয়ের চক্রান্তের শিকার হতে পারেন। প্রেমের ক্ষেত্রে ঝগড়া বা মনোমালিন্যের যোগ দেখা
যাচ্ছে।

টোটকা: গোলাপজল মিশ্রিত জলে গোসল করুন। গবাদি পশুকে খাদ্য দান করুন।

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)  শুভ রং: নীল, শুভ সংখ্যা: ৯
আপনি দূরদৃষ্টি সম্পন্ন এবং ঝুঁকিবিহীন জীবনে অভ্যস্ত। তবে কাজের প্রয়োজনে আজ আপনাকে ঝুঁকি নিতে হতে পারে। পেটের রোগ নিয়ে ভুগতে পারেন। নতুন সম্পর্ক তৈরির ক্ষেত্রে সর্তক থাকুন। কোনো নিকটাত্মীয়র উন্নতির খবর দিনের মধ্যভাগে আসতে পারে। নতুন ব্যবসা শুরুর জন্য অনুকূল।
 
টোটকা: সাদা পোশাক পরুন।

তুলা: (২৪ সেপ্টেম্বর  – ২৩ অক্টোবর) শুভ রং সাদা,   শুভ সংখ্যা: ২১
আজকের দিনে  নতুন সম্পর্ক তৈরির ক্ষেত্রটিকে এড়িয়ে চলাই ভালো। প্রেমযোগ আছে। তবে তাতে বাধাও দৃশ্যমান। পুত্র বা কন্যার উন্নতির খবর দিনের মধ্যভাগে আসতে পারে। নতুন ব্যবসা শুরুর জন্য অনুকূল। কর্মক্ষেত্রে দিনটি সতর্কভাবে কাটানোর উপদেশ বজায় থাকছে।

টোটকা: কুকুরকে উচ্ছিষ্ট নয় এমন খাবার দিন। গবাদি পশুকে খাদ্য দান করুন।

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর) শুভ রং: নীল, শুভ সংখ্যা: ১৮
আপনি দৃঢ় স্বভাবের মানুষ। তবে কিছুটা নমনীয় হলে আপনার কাজের ক্ষেত্রে সুবিধা হবে। কর্মক্ষেত্রে বিশেষ সুযোগ এলেও আপনি গ্রহণ করতে পারবেন না। তবে যোগাযোগ বাড়বে। নতুন প্রেমের প্রস্তাবের জন্য আজকের দিনটি এড়িয়ে চলাই ভালো।
 
টোটকা: গোলাপজল মিশ্রিত জলে গোসল করুন। দিনে একবার খাদ্য দান করুন।
 
ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর) শুভ রং: হলুদ, শুভ সংখ্যা: ৩
আজকের দিনে সঠিক পদক্ষেপটি নেওয়ার ক্ষেত্রে আসবে বাধা। তাতে হতাশ হবেন না। গুরুজনের পরামর্শে আপনার পারিবারিক উন্নতি হবে। কর্মক্ষেত্রে বিশেষ সুযোগ লাভের যোগ আছে। সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তার নিষ্পত্তি। নতুন পরিচিত মানুষের দ্বারা আর্থিক ক্ষতি হতে পারে। প্রেম নেই।
 
টোটকা: পানিতে কয়েকটি কাঁচা হলুদের টুকরো রেখে বসার ঘরে দক্ষিণ কোণে রেখে দিন।

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)  শুভ রং: লাল, শুভ সংখ্যা: ৫
আপনি কঠোর পরিশ্রমী। এর ফলেই আপনার জীবনে আসবে উন্নতি। কর্মক্ষেত্রে অর্থনৈতিক লাভের সম্ভাবনা আছে। পড়ুয়াদের ক্ষেত্রে সফলতা পাওয়ার আশা। ব্যবসার জন্য প্রতিকূল। নিজের যোগ্যতার প্রতি ভরসা রাখুন। ব্যবসাজনিত অহেতুক মনোমালিন্যের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

টোটকা: কুকুর, গবাদি পশুদের খাদ্য দান করুন। শোবার ঘরে সাদা ফুলের তোড়া রাখুন।

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)  শুভ রং: বেগুনি, শুভ সংখ্যা: ৬
আপনি ধার্মিক ও সত্যের পথে আস্থাশীল। কিন্তু আজকের দিনে কর্মক্ষেত্রে সজাগ থাকুন। গুরুজনের স্বাস্থ্য নিয়ে কিছুটা চিন্তিত থাকবেন। সন্তানের কাজ-কর্মের কোনো খবরে আপনার দুশ্চিন্তা বাড়তে পারে। প্রেমযোগ আছে।
 
টোটকা: ধর্মগ্রন্থ পাঠ করুন। ঈশ্বরের উদ্দেশ্যে সুগন্ধি ধূপ নিবেদন করুন।  

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) শুভ রং: বাদামি, শুভ সংখ্যা: ১১
আজকের দিনে যে কোনো সিদ্ধান্ত গ্রহণের আগে ঠান্ডা মাথায় চিন্তা করুন। সামাজিক পরিচিতির মাধ্যমে নতুন সম্ভাবনা তৈরির যোগ আছে। কোনো গুরুত্বপূর্ণ জিনিস কাজের সময় খুঁজে নাও পেতে পারেন। ফলে বেশ কিছুটা সময় নষ্টের সম্ভাবনা দেখা যাচ্ছে।

টোটকা: কুকুর, গবাদি পশুদের খাদ্য দান করুন। শোবার ঘরে সাদা চাদর বা পর্দা ব্যবহার করুন।

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।