আজ কেমন যাবে
জ্যোতিষ কুমারী রুবাই
তারিখ: ৭/৫/২০১৪মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল) শুভ রং: সাদা, শুভ সংখ্যা: ৩
পরিবেশ অনুকূলে থাকলেও কারো অনুরোধ পালন করতে গিয়ে বিতর্কমূলক পরিবেশে জড়াতে পারেন। শরীরের কারণে দিনের প্রথম ভাগে প্রাপ্ত সুযোগ ব্যবহার নাও করতে সক্ষম হতে পারেন।
টোটকা: পানিতে কয়েকটি পদ্মফুল রেখে বসার ঘরে দরজার বিপরীতে রেখে দিন।

শত্রুপক্ষ অবদমিত থাকবে। তবে সতর্ক থাকতে হবে যাতে এমন কিছুর সঙ্গে জড়িয়ে না পড়েন যা অনৈতিক। ভাগ্যের সহায়তায় সুনাম বাড়বে। তবে সন্তান চিন্তার কারণ হয়ে উঠতে পারে।
টোটকা: শোবার ঘরে ৫টি সাদা ও হলুদ ফুল জলে ভাসিয়ে রাখুন।

আপনার অনুগত কেউ আপনার বিরুদ্ধে চক্রান্ত করতে পারে। সারাদিন কাটবে ব্যস্ততা আর সমস্যার মধ্যে। নিয়মের বাইরে গিয়ে কিছু কাজ করতে হতে পারে। ইচ্ছাপূরণের পথে আসবে অজানা বাধা। আপনার বক্তব্য আজ পরিবারে বেশ প্রাধান্য পাবে। নতুন কর্মলাভ হতে পারে।
টোটকা: যে কোনো ধরনের ধাতু দান করা আপনার পক্ষে শুভ।

আপনার বিরুদ্ধে কোনো চক্রান্ত প্রকাশ্যে এসে যেতে পারে। মানসিক অশান্তি আনন্দের পথে বাধা হয়ে দাঁড়াবে। সকালের দিকে সন্তানের ব্যাপারে উদ্বেগ থাকলেও দুপুরের পর সেই সব উদ্বেগ কেটে যাবে। বন্ধুর থেকে গৃহগত বিষয়ে সৎপরামর্শ পেতে পারেন। আপনার বিরুদ্ধে চক্রান্ত হলেও শত্রুপক্ষ এঁটে উঠতে পারবে না।
টোটকা: শোবার ঘরে কিছু তুলসী ও নিমপাতা জলে ভাসিয়ে রাখুন।

প্রতিশ্রুতি রক্ষা করতে সচেষ্ট হোন। সুযোগ হাতছাড়া হতে পারে। পরিবার নিয়ে খুব একটা শান্তিতে থাকবেন না। কর্মক্ষেত্রে অবস্থা বুঝে সিদ্ধান্ত বদলাতে হবে। ছাত্রদের উচ্চশিক্ষা সংক্রান্ত খবর আসতে পারে। ভ্রমণের যোগ আছে।
টোটকা: গবাদি পশু খাদ্য দান আপনার পক্ষে শুভ।

বিশ্বস্ত মানুষের কাছ থেকে সাহায্য পেতে পারেন। গোটা দিনে পরিমিত বাক্য ব্যবহার করুন। তবে সকালের দিকে পরিবেশ সামলে নিলে পরের দিকে সমস্যা কমে আসবে। অন্যের কথা শুনে কারো দোষারোপ করবেন না। প্রতিকূল সময় বিতর্কে না গিয়ে দরকার মতো পিছিয়ে আসুন।
টোটকা: কাজের টেবিলে একটি শঙ্খ রাখুন।

পরবর্তী সময়ের কথা বিবেচনা করে পদক্ষেপ নিন। তবে কর্মক্ষেত্রে বা ব্যবসায় সমস্যা সমাধানের ইঙ্গিত পাবেন। পূর্ব অভিজ্ঞতার ফলে চট করে কোনো ব্যক্তিকে বিশ্বাস করতে পারবেন না। দুপুরের পর পরিবারে হয়রানির শিকার হতে পারেন।
টোটকা: কিছুটা চাল সারা রাত জলে ভিজেয়ে রেখে ভোরবেলা সেই জল পান করা আপনার পক্ষে শুভ।

ঘাড়ে এসে পড়বে অবাঞ্ছিত কাজ। বেলা বাড়ার সাথে সাথে বিরক্তি বাড়তে থাকবে। অপ্রতিহত বাধা আপনাকে চিন্তিত রাখবে। কোনো জায়গায় অসম্মানজনক পরিস্থিতি তৈরি হওয়ার আগেই সরে যাবেন। আয়-ব্যয়ের সমতা বজায় থাকবে না।
টোটকা: কাজের জায়গায় একটি কয়েন লাল কাপড়ে মুড়ে রেখে দিন।

একাধিক কাজের দায়িত্ব নিয়ে সঠিক সময়ে কাজ শেষ করে কর্তৃপক্ষকে খুশি করতে পারবেন। অর্থযোগ শুভ হলেও শরীরে দুর্বলতা দেখা দিতে পারে। পারিবারিক বিষয়ে মনস্তাপ দেখা দিতে পারে। সন্তানকে নিয়ে চিন্তায় থাকবেন।
টোটকা: নিমগাছের ছাল জলে ভিজিয়ে রেখে সেই জল ভোর বেলায় গোটা বাড়িতে ছড়িয়ে দিন।

বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে ভুল ধারণায় প্রভাবিত হয়ে পড়তে পারেন। তবে নিজের অবস্থানে অনড় থাকার চেষ্টা করুন। কেউ কোনো ঘটনার ভুল ব্যাখ্যা করার ফলে মনে আঘাত পাওয়ার যোগ আছে। দুপুরের পরে পরিবারে আনন্দবহুল পরিবেশ থাকবে।
টোটকা: নিমপাতা মিশ্রিত জলে গোসল করুন।

সুযোগের অপেক্ষায় না থেকে কাজ শুরু করুন। সবাই মিলে কাজ করতে হলে ধীরে পদক্ষেপ নিন। দুশ্চিন্তার মধ্যেই কাজের সামান্য অগ্রগতি হবে। ঝুঁকিমূলক পরিস্থিতি এগিয়ে চলাই শ্রেয়। পরিচিত কোনো ব্যক্তি কোনো লোভনীয় প্রস্তাব নিয়ে এলে সতর্ক থাকুন।
টোটকা: সম্ভব হলে কিছু অর্থ ধর্মস্থান বা দরিদ্র মানুষকে দান করুন, এটি আপনার পক্ষে শুভ।

নেতিবাচক পরিস্থিতি থেকে আজ সহজে নিস্তার পাবেন না। এলোমেলো কথার উত্তর না দিয়ে এড়িয়ে যাবেন। দক্ষতার সঙ্গে প্রয়োজনীয় কাজ সমাধান করে সুনাম লাভ করবেন। পারিবারিক দেনা আপনাকে মেটাতে হতে পারে। অর্থনীতিক যোগ দুর্বল থাকবে।
টোটকা: একটি কাঁচা হলুদ লাল সুতোয় জড়িয়ে নিজের কাছে রাখুন।
বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, মে ০৭, ২০১৪