ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

ফিচার

প্রচেষ্টায় সাফল্য সিংহের, অর্থপ্রাপ্তির সম্ভাবনা কন্যার

জ্যোতিষ কুমারী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:০০, মে ১১, ২০১৪
প্রচেষ্টায় সাফল্য সিংহের, অর্থপ্রাপ্তির সম্ভাবনা কন্যার

আজ কেমন যাবে
জ্যোতিষ কুমারী রুবাই
তারিখ- ১১/৫/২০১৪

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)  শুভ রং : নীল, শুভ সংখ্যা : ২১
বিপরীতধর্মী বিধিলিপি আপনাকে কখনও আরাম কখনও কষ্টে রাখবে। পারিবারিক কারণে কোনো দরকারি কাজে ভুল হয়ে যেতে পারে।

নতুন কোনো উদ্যোগ নিলে সফল হওয়ার সম্ভাবনা খুব কম। দুপুরের পর কোনো স্নেহভাজনের জন্য বেশ কিছু খরচের যোগ আছে।

টোটকা:  পাঁচটি সিম বীজ ও কিছুটা সজনে ফুল একটি হলুদ কাপড়ে বেঁধে মাটির পাত্রে বিছানার তলায় রেখে দিন। পরের দিন সূর্য ওঠার আগে সেটিকে জলে ভাসিয়ে দিন।

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে) শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ৬
আত্মীয়দের সঙ্গে সাময়িক দূরত্ব হতে পারে তবে বিরোধ নয়। পারিবারিক জীবনে বাধা। সন্ধ্যের পর শুভ পরিবর্তন। মনে দুই রকমের ভাব থাকায় অন্যের সঙ্গে যোগাযোগ করতে সমস্যা হবে। ন্যায্য প্রাপ্তির সম্ভাবনা আছে।

টোটকা: একটি মাটির পাত্রে কিছুটা গুড়, একটি পান কিছুটা তেল ও কয়েকটি দুর্বা ঘাস একসঙ্গে রেখে বাড়ির পশ্চিম কোণে রেখে দিন।

মিথুন: (২২মে – ২১ জুন) শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৯
অস্থির পরিবেশ আপনাকে তাড়া করে কোনো কাজে স্থির থাকতে দেবে না। অন্যের সঙ্গে মানিয়ে চলতে গিয়ে সমস্যা হতে পারে। অস্থির পরিস্থিতি ও অর্থনৈতিক কারণে ভুল পদক্ষেপ থেকে সাবধানে থাকুন। দরকার হলে কৌশলে অপ্রিয় ব্যক্তিকে এড়িয়ে চলুন। কর্ম জগতে একধাপ উন্নতির সুযোগ পেতে পারেন।

টোটকা: একটি নিমপাতা ও সামান্য চাল সকালে উঠে চিবিয়ে সেটিকে পানিতে ফেলে দিন।

কর্কট: (২২ জুন – ২২ জুলাই) শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৬
সহনশীলতা আপনাকে এক বিশেষ জায়গায় পৌঁছে দেবে। নিজের বাড়িতে বেশ আনন্দেই কাটাবেন। তবে অন্যের ঝামেলা নিয়ে দুর্ভোগ বাড়বে। দুপুরের পর সতর্ক না হলে অর্থনৈতিক ক্ষতির সম্ভাবনা। তবে সমস্যা আসলেও আপনি সেটিকে কাটিয়ে উঠবেন।

টোটকা: শুকনো লঙ্কা, সাদা জিরা ও পাতি লেবু একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে বাড়ির সদর দরজার বাইরে রাখুন।

সিংহ: (২৩ জুলাই  - ২৩ আগস্ট)  শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ১১
প্রথম পদক্ষেপ অসফল হলে পুনরায় চেষ্টা করুন। পড়াশুনা নিয়ে হাল ছাড়বেন না। সন্ধ্যার পর পরিস্থিতি আয়ত্তে আসবে। কোনো ক্ষমতাবান ব্যক্তির দ্বারা বিতর্কিত ঘটনার সমাধান হয়ে যেতে পারে। প্রচেষ্টায় সাফল্য আসবে। বিশেষ কারণে শরীর ও মনে অবসাদ আসতে পারে।

টোটকা: শুকনো লঙ্কা, সাদা জিরা ও পাতি লেবু একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে বাড়ির সদর দরজার বাইরে রাখুন।

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)  শুভ রং : বেগুনি,  শুভ সংখ্যা : ২
বিশ্বাসে স্থির থেকে কোনো পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে গেলে সফল হবেন। সন্তানের সমস্যা সমাধান করতে আপনার বুদ্ধিকে ব্যবহার করতে হতে পারে। কর্মক্ষেত্রে কোনো আশা বাস্তবায়িত হবে। দিনের শেষে অর্থ আগমনের সম্ভাবনা।

টোটকা:  বেল পাতায় একটি চন্দনের টিপ দিয়ে কাছে রাখুন।

তুলা: (২৪ সেপ্টেম্বর  – ২৩ অক্টোবর) শুভ রং : বাদামি,  শুভ সংখ্যা : ৭
ভাগ্যের পূর্ণ সহযোগিতায় পরিবেশ নিষ্কণ্টক থাকবে। পারিবারিক কারণে সাময়িক উত্তেজনার সৃষ্টি হলেও তা সমাধান হয়ে যাবে। আপনার সিদ্ধান্তের উপর কোনো কাজের সফলতা বা সফলতা নির্ভর করে থাকতে পারে। বাইরে থেকে পাওয়া সমর্থনে অর্থ কষ্টের সমাধান হতে পারে।

টোটকা:  পানিতে নিমপাতা ও কালোজিরা রেখে বসার ঘরে দক্ষিণ কোণে রেখে দিন।

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর) শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৪
প্রচেষ্টায় কমতি থাকলে কাজ সফল হবেন না। মনে কোনো সংশয়ের জন্ম হলে কোনো বন্ধুর কাছে সাহায্য চাইতে পারেন। রাতে অশুভ পরিবর্তন ও অর্থ হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। বিদ্যায় বাধা ও মনোকষ্ট আছে।

টোটকা: একটি পাত্রে পানিতে কলাই, ধান, তিল,  ভিজিয়ে রান্না ঘরে রাখুন।

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর) শুভ রং : সাদা,  শুভ সংখ্যা : ৭
গোপন শত্রুদের পক্ষে আপনার জনপ্রিয়তা নষ্ট করার চেষ্টা করা হলেও তা ব্যর্থ হবে। দুপুরের সময়টা বাক্য প্রয়োগে সতর্ক থাকুন। প্রয়োজনে প্রতিবেশীর সাহায্য নিতে পারেন। কর্মস্থলে বেশি পরিশ্রম করে পরিস্থিতি সামাল দিতে হবে।

টোটকা: শোবার ঘরে সাদাও নীল ফুলের তোড়া রাখুন।

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)  শুভ রং : লাল, শুভ সংখ্যা : ১৬
সমালোচনা হলেও সত্য থেকে বিচ্যুত হবেন না। আত্মীয়-স্বজনের সাহায্য নিতে হতে পারে। তবে পূর্ব দিকে না যাওয়াই ভালো। আর্থিক বাধা এলে নিজের মনকে শান্ত রাখা দরকার। রাতে কোনো জটিলতা থেকে অব্যাহতি লাভ হতে পারে।

টোটকা: গরিবদের আজকের দিনে খাদ্য দান আপনার পক্ষে শুভ।

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)  শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ৬
কর্মস্থলে জটিল পরিস্থিতি এড়িয়ে চলুন। অজানা কারণে পরিবেশ জটিল থাকবে। সন্ধ্যার পর শুভ পরিবর্তনের আশা আছে। কোনো কাছের ব্যক্তিকে অর্থ সাহায্য করতে হতে পারে। শারীরিক বাধায় মন দুর্বল হতে পারে।

টোটকা: পানিতে তিনটি পানপাতা রেখে রান্না ঘরে রেখে দিন।

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ২
যে পেশাতেই থাকুন না কেন পেশাগত শান্তি ফিরে পাবেন। আপনার বক্তব্য প্রকাশ্যে বলে ফেলুন। কারো চক্রান্তে ন্যায্য টাকা নাও পেতে পারেন। তবে উপার্জনের নতুন ক্ষেত্র তৈরি হতে পারে। অবাঞ্ছিত ঘটনায় মনক্ষুণ্ন হতে পারেন।

টোটকা:  একটি পাত্রে  জব, গম , চাল, কালো জিরা, কাঁচা মরিচ ভিজিয়ে বিছানার তলায় সারা রাত রাখুন।

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, মে ১১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।