ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

ফিচার

সত্যিকারের স্বপ্নদৃশ্য!

মীম নোশিন নাওয়াল খান, নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৯, মে ১২, ২০১৪
সত্যিকারের স্বপ্নদৃশ্য!

জি ইয়াং লি। কখনো গুপ্তধনের সন্ধান, কখনো ছেলেবেলার স্মৃতি হাতড়ে বেড়ানো বা দুঃস্বপ্ন।

বিভিন্ন সময়ের মানসিক অবস্থার উপর নির্ভর করে বিভিন্নভাবে নিজের ছোট্ট স্টুডিওটিকে উপস্থাপন করেন তিনি। তার নৈপুণ্যে স্টুডিওটি একেক সময় ধারণ করে একেক রূপ, যার প্রতিটিই নিখুঁত।

জি ইয়াং লি একজন কোরিয়ান শিল্পী। এই তরুণী সিউলে তার ৩,৬ X ৪,১ X ২,৪ মিটারের ছোট স্টুডিওতে প্রতিফলিত করতে চেষ্টা করেন অবচেতন মনকে। সেজন্যই অনেক সময় নিয়ে যত্ন করে স্টুডিওতে বিভিন্ন রকম সেট তৈরি করেন তিনি। এরপর সেখানে নিজেই মডেল হয়ে তোলেন অপূর্ব সব ছবি।  

লি-এর সেট তৈরি অত্যন্ত নিপুণ, নিখুঁত ও শৈল্পিক। এই সেটগুলো তৈরি করতে সপ্তাহ, এমনকী এক মাসেরও বেশি লেগে যায় শিল্পীর।

তার তৈরি দৃশ্যগুলোকে ঠিক বাস্তবধর্মী নয়, স্বপ্নের মতো মনে হবে। অবশ্য তিনি চানও এটাই। তার কাজগুলো সবই অবচেতন মন ও মনের অবস্থা ঘিরে।

শিল্পীর নিজের মতে, এই প্রতিটি ছবি ও এগুলোতে তার ভূমিকা তার ব্যক্তিগত জীবনের কোনো অভিজ্ঞতা, কোরিয়ান পৌরাণিক কাহিনী বা বিশ্বের নানা প্রান্তের সংস্কৃতি তুলে ধরে। এই সেলফ-পোট্রেইটের বিষয়টিকে তিনি নিজের মনস্তাত্ত্বিক জগতে বিচরণ করার একটি মাধ্যম মনে করেন।

জি ইয়াং-এর অসাধারণ ফটোগ্রাফি নিয়ে ‘স্টেজ অব মাইন্ড’ নামে প্রদর্শনীও হয়ে গেছে।

লি-এর ছবিগুলোতে কল্পনার ব্যবহার এত বেশি যে এমন দৃশ্য শুধু স্বপ্নেই দেখা সম্ভব।

বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, মে ১২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।