আজ কেমন যাবে
জ্যোতিষ কুমারী রুবাই
তারিখ- ১৯/৫/২০১৪মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল) শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ৯
সম্পত্তিগত বিষয় নিয়ে একটু বেশি ব্যস্ত থাকবেন। সম্পত্তি নিয়ে যেকোনো আলোচনা আইনজ্ঞকে সঙ্গে নিয়ে করুন।
টোটকা: একটি জীবন্ত মাছকে জলাশয়ে ছেড়ে দিন। বৃষ: (২১ এপ্রিল – ২১ মে) শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৪
দিনের প্রাথমিক সমস্যাগুলি কাটিয়ে উঠলে বাকি দিনটি শুভই কাটবে। কর্ম জগতের বাইরে কোনো সমস্যা দেখা দিতে পারে কিন্তু সঙ্গে কোনো ব্যক্তিকে পেয়ে যাবেন যে আপনাকে সহায়তা করবে। দুশ্চিন্তা সারাদিন আপনার পিছু ছাড়তে চাইবে না। তবে বিকেলের পর আসতে পারে অপ্রত্যাশিত পরিবর্তন।
টোটকা: সদর দরজার ঠিক নীচে উত্তর দিকে মুখ করে তেল ও সিঁদুর দিয়ে একটি মাছের ছবি এঁকে রাখুন। মিথুন: (২২মে – ২১ জুন) শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৭
শুভযোগ থাকলেও পিছুটান আপনাকে সফলতা উপভোগ করতে দেবে না। সমস্যার মুখে পরিবারের সাহায্য পাবেন। একবার নেওয়া সিদ্ধান্ত পরে বদল করবেন না। কোনো ধরনের লোভের বশবর্তী হয়ে নিজের সততা থেকে সরে আসবেন না। চেষ্টা থাকলে উদ্যোগ সফল হবে।
টোটকা: দিনে একবার অন্তত দারুচিনি ও মধু সেবন করুন। কর্কট: (২২ জুন – ২২ জুলাই) শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ২
কোনো সন্দেহ আপনাকে অস্থির করে তুলতে পারে। পরিবার সহায়তা করলেও আপনার ভয় থেকেই যাবে। ন্যায্য পাওনা ও ব্যবসা নিয়ে শুভ পরিবর্তন দেখা যাচ্ছে। শরীরজনিত চিন্তার জন্য কিছুটা মানসিক ক্লান্তি বজায় থাকতে পারে।
টোটকা: সাদা পোশাক পরুন। একটি পাত্রে জলে যব, গম, চাল ভিজিয়ে রাখুন। সিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট) শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৮
বেহাত সম্পত্তি আইনের মাধ্যমে ফেরত পেতে পারেন। অপব্যয় থেকে সতর্ক থাকুন। পারিবারিক কারণে অবসাদবোধ থাকতে পারে। বাবার সহযোগিতায় মনোবল বৃদ্ধি পাবে। অর্থ জোগাড় করা নিয়ে কোনো সমস্যা থাকলে তা থেকে মুক্তি পাবেন। এমন কোনো ব্যক্তির সঙ্গে দেখা হবে যার সঙ্গে যোগাযোগের ফলে ব্যবসা বাড়বে।
টোটকা: একটি হলুদ কাপড়ে কিছুটা সরষে ও তিল পুটুলি করে বেঁধে জলে ভাসিয়ে দিন। কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর) শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ৪
মানসিক চাপের ফলে কথা বলার ক্ষেত্রে নমনীয়তার অভাব দেখা দেবে। অশুভ প্রভাবে প্রভাবিত হয়ে কেউ আপনার কথার কদর্থ করতে পারে। অর্থকষ্টের সম্ভাবনা আছে। কর্মক্ষেত্রে আপনার বক্তব্য কোনো পক্ষই শুনতে চাইবেন না। কাজ শেষ করতে আজকের দিনে বেশ বেগ পেতে হতে পারে।
টোটকা: কাজের জায়গায় একটি ত্রিকোণাকৃতির স্ফটিক রাখুন। তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর) শুভ রং হলুদ, শুভ সংখ্যা : ৯
শুভযোগের ফলে অর্থনীতিক বিষয়ে সমাধান খুঁজে পাবেন। নিয়ম-শৃঙ্খলায় বদ্ধ হয়ে নিজস্বতা হারাতে পারেন। তবে চেষ্টা করুন প্রয়োজনীয় কাজ দুপুরের মধ্যে শেষ করতে। বিতর্কের সম্মুখীন হলেও ন্যায্য কথাগুলি জানিয়ে দিন। বিকেলের পর পরিবারে অনুকূল পরিবেশ পেতে পারেন।
টোটকা: একটি গোটা সুপারি, তিনটি বেল পাতা ও একটি কলা বাড়ির পশ্চিম দিকের কোণে রেখে দিন। বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর) শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৬
আজ হাজার চেষ্টা করলেও দায়মুক্ত হতে পারবেন না। আর্থিক সমস্যা মনকে দুর্বল করে দিতে পারে। কর্মক্ষেত্রে সমালোচনা শুনতে হতে পারে। আপনার অনড় মনোভাব উন্নতির ক্ষেত্রে বাধার কারণ হয়ে উঠতে পারে।
টোটকা: গাড়ি চালকেরা গাড়িতে সিঁদুর ও তেল দিয়ে সামনের দিকে একটি সূর্য চিহ্ন এঁকে রাখুন। ধনু:শারীরিক সমস্যা মাথাচাড়া দিতে পারে। ব্যবসা সংক্রান্ত কাজে ভালোই ফল পাবেন। অংশীদারি কাজে মনোমালিন্য হলেও সমাধান হয়ে যাবে। পরিবারে সকলের কথা সহমর্মিতার সঙ্গে বোঝার চেষ্টা করুন।
টোটকা: কাজের টেবিলে একটি গোল স্ফটিক রাখুন। মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি) শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ১২
অর্থের যথাযথ ব্যবহারে পরিবার ও কর্মে উন্নতির যোগ পরিলক্ষিত হচ্ছে। পরিবেশ অনুকূল থাকায় প্রয়োজনীয় কাজ করে ফেলতে পারবেন। গর্ববোধের কারণ হবে আপনার সততা। আপনার সমস্যা সমাধানে এগিয়ে আসবে কোনো আত্মীয়। বন্ধুর সহায়তায় জটিল কাজের সমাধান হবে।
টোটকা: একটি মাটির পাত্রে কিছুটা গুড়, একটি পান, কিছুটা তেল এবং কয়েকটি দুর্বাঘাস একসঙ্গে রেখে বাড়ির পশ্চিম কোণে রেখে দিন। কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ৮
পারিবারিক প্রয়োজনে ব্যয় বাড়বে। দিনের প্রথম ভাগে পরিবেশ কিছুটা প্রতিকূল থাকবে। সন্ধ্যের পরে পরিবেশের শুভ পরিবর্তন হবে। ইচ্ছাপূরণের সম্ভাবনা দেখা যাচ্ছে। ব্যবসায়ীদের নতুন সুযোগ আসবে। কর্মক্ষেত্রে সম্মানজনক উন্নতির সম্ভাবনা আছে।
টোটকা: নিজের পকেটে তুলসী পাতায় একটি চন্দনের টিপ দিয়ে কাছে রাখুন। মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৪
আপনার পিছনে অপবাদ ছড়াবে আপনার শত্রুপক্ষ। মায়ের সহায়তায় পারিবারিক সমস্যার সমাধান হতে পারে। বিনিয়োগের আগে সচেতন হোন। কর্মক্ষেত্রে অন্য কারো সমস্যা নিয়ে বিশেষ সময় ব্যয় না করে নিজের উন্নতির কথা ভাবুন।
টোটকা: একটি নিমপাতা ও সামান্য চাল সকালে উঠে চিবিয়ে সেটিকে জলে ফেলে দিন।
বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, মে ১৯, ২০১৪
ফিচার
ইচ্ছাপূরণের সম্ভাবনা কুম্ভের, চেষ্টায় উদ্যোগ সফল মিথুনের
জ্যোতিষ কুমারী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।