আজ কেমন যাবে
জ্যোতিষ কুমারী রুবাই
তারিখ: ২১/৫/২০১৪মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল) শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৬
পরিবার ও কর্মক্ষেত্রে অনুকূল পরিস্থিতি যথেষ্ট প্রভাবিত করবে। কোনো জ্ঞানী ব্যক্তি আপনার চিন্তা-ভাবনার পরিবর্তন করে আপনাকে এগিয়ে যেতে সাহায্য করবে।
টোটকা: দক্ষিণ হাতের কব্জিতে পাঁচটি কুশ, পাঁচটি দুর্বা, একটি লাল সুতোয় বেঁধে পরুন। সূর্য ডোবার পর সেটিকে জলে ভাসিয়ে দিন।

কারো উপদেশ শুনে, না ভেবে কোনো কাজ করে বসলে সম্মানহানি হতে পারে। ভুল তথ্যের উপর নির্ভর করার ফলে কর্মক্ষেত্রে প্রতিকূলতার যোগ আছে। দিনের শেষ ভাগে কোনো খবরে আপনি কিছুটা বিচলিত হতে পারেন। পারিবারিক সমস্যা নিয়ে চিন্তিত হবেন।
টোটকা: জলে পাঁচটি পানপাতা রেখে বসার ঘরের উত্তর দিকে রেখে দিন।

কর্মক্ষেত্রে চালাকি করে কেউ আপনার সম্মতি আদায় করার চেষ্টা করলে সতর্ক থাকুন। পাওনা আদায় করতে পরিবারের কোনো ব্যক্তির সাহায্য নিতে হবে। কর্মস্থলে নতুন পদক্ষেপ নিলে আপনি সফল হতে পারেন।
টোটকা: কাজের জায়গায় সুগন্ধি ফুল রাখুন। আতর বা সুগন্ধি বাড়ির দরজার পাশে রাখুন।

পরিবার নিয়ে সমস্যা বজায় থাকবে। দাম্পত্যজীবনে বাইরের কোনো লোকের অনুপ্রবেশ হতে পারে। প্রতিবেশী ও বন্ধুদের সঙ্গে ভালো সময় কাটবে। সামাজিক সুনামে বাধা আসতে পারে। শারীরিক দুর্বলতার শিকার হতে পারেন।
টোটকা: একটি কাঁচা হলুদ লাল সুতোয় জড়িয়ে নিজের কাছে রাখুন।

যৌথ নেতৃত্বের ফলে কর্মক্ষেত্রে সফলতায় পৌঁছুতে পারবেন। প্রতিবেশীদের সাহায্য পাবেন। প্রেম বিষয়ে বন্ধু বা আত্মীয়দের সাহায্য না নেওয়াই ভালো। ভ্রমণের যোগ দেখা যাচ্ছে।
টোটকা: পাঁচটি আমের পল্লবের উপর তেল এবং সিঁদুর মিশিয়ে একটি করে ফোঁটা দিয়ে প্রধান দরজায় ঝুলিয়ে রাখুন।

আপনার মানবিক ব্যবহারের জন্য কেউ বিশেষভাবে উপকৃত হতে পারে। ধার্মিক প্রবণতা আপনাকে আজকের দিনে সফল করবে। জমানো টাকা থেকে খরচা করার প্রবণতা দেখা দেবে। পদস্থ ব্যক্তির সাহায্যে কর্মক্ষেত্রে উন্নতির যোগ আছে। বেশি কথা বলার ক্ষেত্রে সংযমী হওয়া একান্ত প্রয়োজন।
টোটকা: একটি কলা মাটির ডেলার মধ্যে দিয়ে জলাশয়ে ভাসিয়ে দিন।

নিজের আত্মবিশ্বাস কখনই নষ্ট হতে দেবেন না। কর্মক্ষেত্রে আপনার কাজের উদ্দীপনার জন্য প্রশংসিত হবেন। আর্থিক বাধা নেই, তবে অংশীদারি ব্যবসার ক্ষেত্রে কিছুটা সমস্যা হতে পারে। পরিবারে আনন্দ বজায় থাকবে। প্রেমযোগ আছে।
টোটকা: হরিতকি এবং কাঁচা হলুদ একটি স্বস্তিক চিহ্ন আঁকা ঘটে রেখে বসার ঘরের দক্ষিণে রেখে দিন।

অসাবধান হলে কাজ-কর্ম ক্ষতির সম্ভাবনা প্রবল। প্রতিকূল পরিস্থিতিতে ভাগ্যের সাহায্য পাবেন। পেশা ছাড়াও অন্য কোনো ক্ষেত্র থেকে অর্থলাভের যোগ আছে। প্রেমযোগ ক্ষীণ। দুপুরের পরের সময়টি শুভ। বিকেলের দিকে ধীরে ধীরে অর্থ ও পরিবার সব দিকেই সমস্যা সমাধানের ইঙ্গিত দেখা যাচ্ছে।
টোটকা: অষ্টধাতুর মূর্তি কাজের জায়গায় রাখুন।

কাজের বিষয়ে পদে পদে আসবে বাধা। তবে প্রতিটি বাধায় আপনি বিভিন্ন মানুষের সাহায্য পাবেন। দিনের শুরুতে ভালো কোনো সংবাদ পেতে পারেন। পরিবারের সঙ্গে আলোচনা করে এগোনোর ফলে সুফল পাবেন। শত্রু –মিত্র নির্বিশেষে আপনার প্রশংসা করবে। কর্মক্ষেত্র সম্পর্কিত আলোচনা সফল হবে।
টোটকা: আজকের দিনে শুধু নিরামিষ খাবার খান।

উত্তেজনা আপনার জীবনে সমস্যা নিয়ে আসবে। দাম্পত্য জীবন ও প্রেমে সমস্যার যোগ। পরিবারে প্রতিকূল পরিস্থিতির সঙ্গে মানিয়ে চলতে হবে। বকেয়া আদায়ের যোগ দেখা যাচ্ছে।
টোটকা: কলাপাতায় কিছুটা ভেজা চাল পাঁচটি ভাগে ভাগ করে পাঁচটি সুপারি, পাঁচটি পান, পাঁচটি বাতাসা সহকারে জলাশয়ের ধারে রেখে দিন।

অতি সতর্ক হয়ে কর্মক্ষেত্রে প্রতিটি পদক্ষেপ নিন। আজ নানারকম বাধায় জর্জরিত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। সহকর্মীদের ইচ্ছাকৃতভাবে তৈরি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। মানসিক চাপ বাড়বে। শরীরের দিকে বিশেষ নজর দিন।
টোটকা: আজকের দিনে শুধু নিরামিষ খাবার খান।

আপনার সফলতা লাভ ও সফলতার প্রতি ঈর্ষা- দুই ঘটনা একসঙ্গে চলবে। আজকের দিনে তর্ক-বিতর্ক এড়িয়ে চলুন। বৈষয়িক বুদ্ধি আছে এমন কারো পরামর্শ নিন। পরিণত বুদ্ধির ব্যবহারে অভিষ্ট লক্ষ্যে পৌছুতে পারবেন।
টোটকা: নিম গাছের ছাল জলে ভিজিয়ে সেই জলে গোসল করুন।
বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, মে ২১, ২০১৪