আজ কেমন যাবে
জ্যোতিষ কুমারী রুবাই
তারিখ- ২৩/৫/২০১৪মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল) শুভ রং : লাল, শুভ সংখ্যা : ১৬
প্রাপ্তিভাগ্য কিছুটা দুর্বল। তবে আপনি কোনোভাবে বঞ্চিত হবেন তেমনটা নয়।
টোটকা: একটি কাঁচা হলুদ লাল সুতায় জড়িয়ে নিজের কাছে রাখুন।

কথায় বলে, ঝুঁকি না নিলে সাফল্য আসে না। কিন্তু বড় ঝুঁকি নেওয়ার জন্য যে ধরনের যোগাযোগ দরকার আপনি আজ সেটা করে উঠতে পারবেন না। উপস্থিত বুদ্ধির মাধ্যমে বন্ধুকে বিপদমুক্ত করবেন। তবে বন্ধুর সঙ্গে ভুল বোঝাবুঝিতে মনে অস্থিরতা থাকবে।
টোটকা: ঘরে সুগন্ধি ধুপ জ্বালিয়ে রাখুন। কাজের জায়গায় সুগন্ধি ফুল বা আতর রাখুন।

একদিকে তীব্র সমালোচনা অন্যদিকে কিছুটা অসহায় পরিস্থিতির জন্য কারো অপ্রাসঙ্গিক নির্দেশ মানতে হতে পারে। আজকের দিনে অন্যের ত্রুটি চোখে পড়লেও উপেক্ষা করুন। দিনের শেষে মানসিকভাবে কিছুটা উল্লসিত থাকার সম্ভাবনা আছে।
টোটকা: একটি গোটা ফল ও তিনটি জবাফুল একসঙ্গে জলে ভাসিয়ে দিন।

পরিশ্রমের সঙ্গে কৌশলকে না জুড়লে সফলতা পেতে কিছুটা অসুবিধা হবে। আপনার পক্ষের সংবাদ সঠিকভাবে কাজে লাগাতে চেষ্টা করুন। কেউ বিরুদ্ধাচরণ করলে তার পরিষ্কার জবাব দিন। অর্থ ব্যয়ের যোগ আছে।
টোটকা: কাজের টেবিলে সবুজ পাতাসহ একটি গাছ রাখুন।

কি পদ্ধতিতে আপনি কাজে অগ্রসর হবেন আগে থেকে কাউকে জানাবেন না। যাকে বিশ্বাস করতে শুরু করবেন সেই ব্যক্তি পরে অবিশ্বাসের কাজ করতে পারে। পরিস্থিতি বুঝে নতুন কাজে এগিয়ে যান। অগ্রজদের সাহায্য পাওয়ার যোগ আছে।
টোটকা: নিমপাতা মিশ্রিত জলে গোসল করুন।

অশুভ প্রভাব কোনোভাবে সামাল দেওয়ার চেষ্টা করুন। গুপ্ত শত্রুরা মাথাচাড়া দিয়ে উঠতে পারে। অনৈতিক কোনো ঘটনায় জড়িয়ে পড়তে পারেন। নতুন সমস্যা যাতে না ঘটে সেদিকে নজর রাখুন। সমস্যা হলেও ভাগ্যের সহায়তায় সেটি হাতের বাইরে যাবে না।
টোটকা: গরিবদের আজকের দিনে খাদ্য দান আপনার পক্ষে শুভ।

উপার্জন কিছুটা বাড়তে পারে। শরীর নিয়ে কিছু সমস্যা থাকবে। পরিবেশ অনুকূল থাকায় কাজগুলি সমাধান করতে পারবেন। তবে মনের ভিতরের চাপা বিরক্তি কাজের গতিকে মন্থর করে দিতে পারে। অনিশ্চয়তার জন্য নিজেকেই দায়ী বলে মনে হতে পারে। মনকে স্থির রাখুন।
টোটকা: শোবার ঘরে একটি পাত্রে কয়েকটি লাল ও সাদা ফুল জলে ভাসিয়ে রাখুন।

কর্মস্থলে উল্লেখযোগ্য পরিবর্তন হতে পারে। কোন বিশয়ে এগিয়ে গেলে উদ্দেশ্যপূরণ হতে পারে। রাতের দিকে কারও প্রতি অপ্রিয় বাক্য ব্যবহার করতে হতে পারে। সহকর্মীকে দায়িত্ব দিয়েও নিজে সতর্ক থাকুন। নতুন কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে না।
টোটকা: কাজের জায়গায় বা অফিস ঘরে একটি তুলসী গাছ রাখুন।

ব্যক্তিগত জীবনের বাইরে গিয়ে অনেক শান্তি অনুভব করবেন। ধৈর্য ধরুন, মনকে দুর্বল হতে দেবেন না। আপনার পারিবারিক দিকে আমূল পরিবর্তন হতে পারে। রাতের দিকে মনে শান্তি ফিরে আসার যথেষ্ট সম্ভাবনা আছে। কাজের ক্ষেত্রে দিনের শেষের দিকে মনের মতো সুযোগ পেতে পারেন।
টোটকা: শোবার ঘরে ৫টি সাদা ও হলুদ ফুল জলে ভাসিয়ে রাখুন।

বেশি দেরি করলে সুযোগটি হাতছাড়া হতে পারে। তবে খুব দ্রুত সিদ্ধান্ত নিলে সমস্যা দেখা দেবে। আপনার বিপক্ষে গেলেও কেউ আপনার ক্ষতি করতে পারবে না। দিনের শেষে অশুভ প্রভাব থেকে অব্যাহতি পাবেন।
টোটকা: জলে কয়েকটি পদ্মফুল রেখে বসার ঘরে দরজার বিপরীত রেখে দিন।

দূরের কাজগুলি বিস্তার লাভ করতে পারে। ব্যবসায় শুভ ফললাভের সম্ভাবনা আছে। উত্তেজনা বা বিতর্ক বর্জন করুন। ন্যায্য দাবি আদায়ের ক্ষেত্রে সফল হতে পারেন। শরীর নিয়ে টুকটাক খরচ হতে পারে। ভ্রমণের যোগ আছে।
টোটকা: সারাদিন একটি পাত্রে জলে যব, গম , চাল, কালো জিরা, কাঁচা মরিচ ভিজিয়ে রাখুন।

যারা আপনাকে সাহায্যের জন্য এগিয়ে আসবে তাদের মধ্যে সঠিক লোককে আপনি খুঁজে পাবেন না। আপনার মতামত কেউ মানতে চাইবে না। বেলা বাড়লে সমস্যা সমাধানের ইঙ্গিত পেতে পারেন। কোনো চুক্তিতে সহসা সই করবেন না। অর্থ নষ্টের যোগ আছে।
টোটকা: পাঁচটি সিম বীজ জলে ভিজিয়ে বাড়ির উত্তর দিকে একটি মাটির পাত্রে সারাদিন রেখে দিন।
বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, মে ২৩, ২০১৪