আজ কেমন যাবে
জ্যোতিষ কুমারী রুবাই
তারিখ- ২৯/৫/২০১৪মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল) শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৩
চাকরিতে প্রবল বাধা স্বত্ত্বেও আত্মবিসর্জন দেবেন না। স্ত্রীর স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকুন।
টোটকা: কিছুটা কলাই, কয়েকটি শুকনো লঙ্কা, তিনটি জবা ফুল একটি লাল কাপড়ে জড়িয়ে বাড়ির পশ্চিম দিকে রেখে দিন। সূর্য ডোবার পর সেটিকে জলে ভাসান।

বিদ্যার্থীদের উন্নতি হতে থাকবে। অন্যের সম্পত্তি হাতের মধ্যে পেয়ে যাবেন। বন্ধু বিচ্ছেদের যোগ আছে। দুপুরের পর বিবাদজনিত সমস্যা মিটে যেতে পারে। সহকর্মীর আচরণে ক্ষুব্ধ না হয়ে তাকে বুঝিয়ে বলুন। ব্যবসায়ীদের জন্য শুভ খবর আসতে পারে।
টোটকা: বেল পাতায় একটি চন্দনের টিপ দিয়ে কাছে রাখুন।

নানা রকম অসুবিধার মধ্যেও সাংসারিক ঐক্য বজায় থাকবে। পরিবেশ অনুকূল থাকায় আর্থিক দিকে সমস্যা হবে না। তবে বেলার দিকে অজানা কারণে আর্থিক ব্যয় হতে পারে। কেউ পরিকল্পনা করে বদনাম রটাতে পারে। কোনো ঘটনায় ভুল মন্তব্য করে সমস্যায় পড়তে পারেন।
টোটকা: শোবার ঘরে একটি পিতলের পাত্রে জল দিয়ে পদ্মফুল রাখলে উপকার পাবেন।

একগুঁয়ে মনোভাবের জন্য অন্যের বিরক্তির কারণ হতে পারেন। রাতে তথ্য প্রাপ্তির সম্ভাবনা আছে। হতে পারে অপ্রত্যাশিতভাবে অর্থপ্রাপ্তি। শুভ খবর এলে উপযুক্ত ব্যবস্থা নিন। শরীর কাহিল লাগলে সতর্ক হওয়া দরকার।
টোটকা: একটি মাটির পাত্রে কালো জিরা, শুকনো লঙ্কা, ও ভেজানো চাল রেখে সেটিকে জলে ভাসিয়ে দিয়ে পিছন দিকে না ফিরে চলে আসুন।

পরিচিত কোরো সঙ্গে দেখা হয়ে যেতে পারে। অগ্রগতি বজায় থাকবে। তবে কাজ নিয়ে দুশ্চিন্তা লেগেই থাকবে। দুপুরের পর শুভ পরিবর্তন দেখা দেবে। পরিবারের সবাইকে কাছে পাবেন। কাজের অভিজ্ঞতা বাড়বে। অর্থসমস্যা নেই।
টোটকা: দারুচিনি, মধু এবং ঘি একটি পাত্রে রেখে বিছানার নীচে সারা রাত রেখে দিন।

লোভে পাপ আর প্রলোভনে অর্থনাশের যোগ আছে। তবে ধার্মিক দিকে উন্নতি হতে পারে। গুপ্ত শত্রুতা থেকে সতর্ক থাকুন আর্থিক সমস্যা আছে। দুপুরের পর থেকে প্রতিকূলতা খুব ধীরে কমতে পারে। কোনো বিষয় নিয়ে হয়রানির শিকার হতে পারেন।
টোটকা: শুকনো লঙ্কা, সাদা জিরা এবং পাতি লেবু একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে বাড়ির সদর দরজার বাইরে রাখুন।

আজকের দিনে কাজ সুসম্পন্ন হবে। পরিশ্রম হবে কিন্তু সুনাম পাবেন। তবে অদক্ষ ব্যক্তি নির্বাচনের ফলে কাজে দেরি হতে পারে। কোনো আত্মীয়কে ইচ্ছা থাকলেও সাহায্য করতে পারবেন না। দিনের শেষ অংশ কিছুটা বাধাবহুল।
টোটকা: শোবার ঘরে সাদা ফুলের তোড়া রাখুন।

স্পষ্ট কথার জন্য শত্রু বাড়তে পারে। ব্যস্ততার মধ্যে কাজ শেষ করতে হবে। নিয়মের বাইরে কোনো তোষামোদে ভুলবেন না। অর্থলাভ হতে পারে। সহকর্মীদের সহায়তায় বকেয়া কাজ সুসম্পন্ন হবে। পদোন্নতিও অসম্ভব নয়।
টোটকা: কাজের জায়গায় একটি ত্রিকোণ স্ফটিক রাখুন।

বন্ধুদের সাহায্য করলেও তাদের কাছ থেকে ততটা পাবেন না। পারিবারিক কারণে মনঃক্ষুণ্ণ হতে পারেন। পরিকল্পনা বদল করতে হতে পারে। শরীর যতটা ধকল নিতে পারবে সেই বুঝে এগোন। সন্তানের জন্য দুশ্চিন্তা থাকবে।
টোটকা: একটি কাঁচা হলুদ লাল কাপড়ে জড়িয়ে নিজের কাছে রাখুন।

বন্দরের কাজ-কর্মের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ভাগ্যে উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। রাতে অশুভ পরিবর্তনের যোগ আছে। পরিচিত কেউ অসুস্থ হয়ে পড়তে পারে। মনে অসন্তোষ থাকায় কাজে ভুল হবে। বাধার ফলে কাজের অগ্রগতিতে কিছুটা সমস্যা হতে পারে।
টোটকা: কাজের টেবিলে বা ব্যবসার জায়গায় ত্রিভুজ আকৃতির স্ফটিক এমনভাবে রাখুন যার উপর সূর্যের আলো পড়ে।

অর্থ আসবে অতর্কিতে, খরচও হয়ে যাবে অতি দ্রুত। আজকের দিনে প্রচুর বাক্য ব্যয় করে উদ্দেশ্য পূরণ হবে। প্রতিবেশী কাউকে সহায়তা করবেন। আশা করেন নি এমন কারণে অর্থ ব্যয় হতে পারে।
টোটকা: ঘরে উপাসনার জায়গায় সুগন্ধি ধুপ জ্বালিয়ে রাখুন। কাজের জায়গায় সুগন্ধি ফুল রাখুন।

অর্থের লোভে অংশীদারি কাজে যাবেন না। দিনটির মধ্যভাগ থেকে কিছুটা অশুভ। তুচ্ছ কারণে ভুল বোঝাবুঝি হবে। আর্থিক ক্ষতির আশঙ্কা আছে। বন্ধুদের মধ্যে কোনো কারণে দূরত্ব বেড়ে যাবে। নিজের বিরুদ্ধে ওঠা কথাকে ততটা প্রাধান্য দেবেন না।
টোটকা: শোবার ঘরে সাদা ফুলের তোড়া এমনভাবে রাখুন যাতে সকালে উঠেই তাতে চোখ পড়ে।
বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, মে ২৯, ২০১৪