ঢাকা, মঙ্গলবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

ফিচার

প্রশ্নপত্র ফাঁস জাতির জন্য প্রাণঘাতি

নাগরিক মন্তব্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১০, জুন ১, ২০১৪
প্রশ্নপত্র ফাঁস জাতির জন্য প্রাণঘাতি

ঢাকা: পাবলিক পরীক্ষাগুলোর প্রশ্নপত্রের অব্যাহত ফাঁস হওয়া জাতির জন্য ‘প্রাণঘাতি’ বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্টরা।

তারা বলছেন, প্রাথমিক সমাপনী থেকে শুরু করে এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হচ্ছে।

এমনকি সংগঠিত চক্রটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন পেজে বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ছড়িয়ে দিয়েছে। যা জাতির জন্য প্রাণঘাতি।

রোববার বাংলানিউজের ‘প্রশ্নপত্র ফাঁস-প্রতিকার কোন পথে’ শীর্ষক নাগরিক মন্তব্যে বিভিন্ন পাঠকের প্রশ্নের জবাবে তারা এসব কথা বলেন।

সিলেটের শাহ জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র কবির হোসেন তালুকদারের প্রশ্ন ছিল-প্রশ্নপত্র ফাঁসের

রাজধানীর নামকরা একটি স্কুলের শিক্ষক বলেন, পরীক্ষার আগে যদি প্রশ্নপত্র ফাঁস-ই হয়ে যায়, তাহলে তো পরীক্ষা কিংবা পড়াশোনার কোনো প্রয়োজন নেই। এভাবে শিক্ষার্থীদের কোনো মূল্যায়ণ হয় না। এভাবে তাদের সঙ্গে বিমাতাসূলভ আচরণ করা হচ্ছে।

তিনি বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড, এভাবে প্রশ্ন ফাঁস হতে থাকলে সে জাতি মেরুদণ্ডহীন হয়ে যাবে। তখন এই প্রবাদেরও কোনো যথার্থতা থাকবে না।

জাতিকে এই অমানিশা অন্ধকার থেকে রক্ষার জন্য অচিরেই প্রশ্নপত্র ফাঁস বন্ধের বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অনুরোধ জানান।

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, জুন ০১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।