ঢাকা, মঙ্গলবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

ফিচার

শিক্ষামন্ত্রীর উচিত শিক্ষাবিদদের কথা শোনা

নাগরিক মন্তব্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫৪, জুন ১, ২০১৪
শিক্ষামন্ত্রীর উচিত শিক্ষাবিদদের কথা শোনা

ঢাকা: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের উচিত দেশের বিশিষ্ট শিক্ষাবিদদের কথা মনযোগের সঙ্গে শোনা এবং তার পর প্রশ্নপত্র ফাঁস রোধে পদক্ষেপ নেওয়া।

রোববার বাংলানিউজের ‘প্রশ্নপত্র ফাঁস-প্রতিকার কোন পথে?’ নাগরিক মন্তব্যে অংশ নিয়ে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার কুনিরবিল বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো. শাহাদত হোসেন টিটু এ মন্তব্য করেন।



তিনি ইমেইল পাঠানো তার মন্তব্যে বলেন, তথ্য প্রযুক্তির এ যুগে প্রচারমুখী এ সরকার কতোটা পিছিয়ে আছে তা আবারো জানান দিলো বেসরকারিভাবে তথ্য চুরিতে এগিয়ে থাকা ডিজিটাল চক্র। শিক্ষামন্ত্রীর উচিত অবিলম্বে শিক্ষাবিদদের কথা গুরুত্ব দিয়ে জাতির স্বার্থে উপায় বের করা, অন্যথায় জাতি গঠনের কেন্দ্র এ শিক্ষাঙ্গণ হুমকির মুখে পড়বে, হবে বিতর্কিত।

সরকার যদি তথ্য প্রযুক্তির সদ্ব্যবহার নিশ্চিত করতে পারে, তাহলে প্রশ্ন ফাঁসসহ অনেক গুরুত্বপূর্ণ খাত এ অপব্যবহারের হাত থেকে মুক্তি পাবে বলে মন্তব্য করেন টিটু।

বাংলাদেশ সময়: ১২৩৭ ঘণ্টা, জুন ০১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।