ঢাকা, শনিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

ফিচার

ধলেশ্বরীর বুকে

কাসেম হারুণ, ডেপুটি চিফ অব ফটো করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:১৫, জুন ৮, ২০১৪
ধলেশ্বরীর বুকে ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাড়ম্বরে বর্ষা আসছে। বর্ষার আগেই ক’দিন বৃষ্টি হয়েছে একটানা।

এই বৃষ্টিতে আর সব নদীর মতো প্রাণ পেয়েছে রাজধানী ছুঁয়ে ছোটা ধলেশ্বরীও। রোববার দিনভর এই ধলেশ্বরীতে কাটিয়েছেন বাংলানিউজের ডেপুটি চিফ অব ফটোকরেসপন্ডেন্ট কাসেম হারুণ। তার তোলা ছবিগুলোর মধ্যে বাছাই করা কয়েকটি তুলে ধরা হলো বাংলানিউজ পাঠকদের সামনে।


ধলেশ্বরীর বুকে মাছ ধরায় ব্যস্ত এক জেলে পরিবার।

দরোজায় কড়া নাড়ছে বর্ষা। ধলেশ্বরীর তীরে তাই নতুন নাও তৈরির ফুরসতহীন ব্যস্ততা।


আর তিন দিন পরেই শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ। বিশ্ব আসরের এই উন্মাদনা ছুঁয়ে গেছে ধলেশ্বরী পাড়ের বেদে পল্লীতেও।


দিনভর কাজের শেষে পড়ন্ত বিকেলে ধলেশ্বরী পার হয়ে নীড়ে ফিরছে শ্রমজীবী মানুষ।


ডেকোরেটরের হাঁড়ি-পাতিল ধোয়ার কাজ চলছে ধলেশ্বরীতে। এমন অনেক নাগরিক হ্যাপায় নিত্য দিনই দুষিত হচ্ছে ধলেশ্বরী।

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, জুন ৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।