ঢাকা, বুধবার, ২৫ আষাঢ় ১৪৩২, ০৯ জুলাই ২০২৫, ১৩ মহররম ১৪৪৭

ফিচার

ক্লিকে ক্লিকে সুপারমুন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৪, আগস্ট ১১, ২০১৪
ক্লিকে ক্লিকে সুপারমুন

ঢাকা: রোববার রাতে সুপারমুনের আলোয় উজ্জ্বল হয়ে ওঠে বিশ্ব। সেই আলোর জোছনায় ভাসেন প্রকৃতিপ্রেমীরা।

নিজের আকাশের সুপারমুন দেখা হলেও হয়তো দেখা হয়নি ‘অন্যের আকাশের’ সুপারমুন।

বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন কোণে ক্যামেরাবন্দি হওয়া সুপারমুনের বেশ কিছু প্রকাশ করেছে বিবিসি অনলাইন।

ক্লিকবন্দি সেইসব ছবিই উপস্থাপন করছে বাংলানিউজ।


যুক্তরাজ্যের উনচেস্টারের কাছে শ্যাফোর্ডের সাউথ ডাউন্স ন্যাশনাল পার্কে সুপারমুন দর্শনের ছবিটি ক্যামেরাবন্দি করেছেন লিন্দা এনফিল্ড।

যুক্তরাজ্যেরই সাউদাম্পটনের কাছে মার্চউডের একটি বাগানে কিশোর ম্যাথু এডওয়ার্ডস যখন সুপারমুনের ছবি তুলছিলেন তখন হঠাৎই চাঁদটির বুকে ‘কলঙ্ক’ লাগিয়ে দিয়ে যায় একটি উল্কাপিণ্ড

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির ন্যাশনাল হার্বারের ওপর থাকা সুপারমুনের ছবিটি ভার্জিনিয়ার আলেক্সান্দ্রিয়ার পুরনো শহরের পোটোম্যাক নদী থেকে তুলেছেন জেফ রিয়ারডন।

লন্ডনের  টটেনহ্যাম থেকে দুর্দান্ত ছবিটি তুলেছেন কিম সুলিভ্যান।

সুপারমুন যখন লম্বা কাঠিতে পরিণত হয় তখন যুক্তরাজ্যের পুরলের একটি বাগান থেকে তার ছবি ক্যামেরাবন্দি করে ফেলেন জন ও’নেইল।

হংকংয়ের আকাশ থেকে সুপারমুনের ‘অ্যামাজিং মোমেন্ট’ ক্যামেরাবন্দি করতে ভোলেননি এডওয়ার্ড কেসি ওং।

সারা শহরেই বাতি জ্বলে, কিন্তু শহরের আকাশে যে প্রকৃতির বাতি জ্বলে তাতে স্বাভাবিকভাবেই ম্লান অন্য হাই ভোল্টেজ বাতিগুলো। হাইয়েস্ট ভোল্টেজ সুপারমুনের ছবিটি সংযুক্ত আরব ‍আমিরাতের আবুধাবি থেকে ক্যামেরায় কব্জা করেছেন বিল ডেল।

ক্যারিবিয়ান সাগরের দেশ পুর্তো রিকার গুয়ান্যাবোয় ‍গাছের আড়ালে লুকোনোর চেষ্টারত ‘সুপারমুন‘ ক্যামেরায় বন্দি করেছেন নেসলিন তেলাভেরা।

অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে থেকে রঙমাখানো পরিবেশের সুপারমুন ফ্রেমবন্দি করেছেন শিল্পী ডেভিড পল জবলিং।

উরুগুয়ের মন্টিভিডিওর আকাশ থেকে সুপারমুনের অসাধারণ ছবিটি ক্লিকবন্দি করেছেন গ্যাব্রিয়েলা জাজপে ফার্নান্দেজ।

শ্রীলংকার ক্যান্ডির রিফার্দ খালিদিনি ছবিটি তুলতে ক্যামেরায় কোনো ফিল্টার ব্যবহার করেননি। অথচ, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া তার এ ছবিটি প্রশংসায় ভাসছে।

লন্ডনের আকাশে উদিত হয়ে কেবল মেঘের সঙ্গে লুকোচুরি খেলছিল সুপারমুন। সেই মুহূর্তে তাকে ক্যামেরাবন্দি করে ফেলেন ব্ল্যাকহিথের মাইক মেইনাল।

বাংলাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।