ঢাকা, বুধবার, ২৫ আষাঢ় ১৪৩২, ০৯ জুলাই ২০২৫, ১৩ মহররম ১৪৪৭

ফিচার

স্টেলভিও পাস, ইতালি

. | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৪১, আগস্ট ৯, ২০১৪
স্টেলভিও পাস, ইতালি স্টেলভিও পাস

ইউরোপের বুকচিরে দাঁড়িয়ে থাকা আল্পস পবর্তমালার মাঝে সাপের মত একবেঁকে গেছে সড়কটি। আল্পস পবর্তমালায় দ্বিতীয় সর্বোচ্চ উচ্চতার এই সড়কটি সাগরপৃষ্ঠ থেকে ৯ হাজার ৪৫ ফুট উচুতে অবস্থিত।



সড়কটিতে হেয়ারপিন টার্ন (চুলের কাঁটার মত বাঁক) রয়েছে ৭৫টি। তার ওপর বরফে ঢেকে যাওয়ার কারণে অধিকাংশ সময়ই সড়কটি থাকে যান চলাচল অনুপযোগী। গ্রীষ্মকালে শুধুমাত্র জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত খোলা রাখা হয় সড়কটি।

অনেক অ্যাডভেঞ্চার প্রিয় চালক গাড়ি চালনার উত্তেজনার স্বাদ নিতে প্রতি বছরই সড়কটিতে ভিড় জমান।

 

Chili

 

লস কারাকোলস পাস, চিলি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।