ঢাকা, শনিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১২ জুলাই ২০২৫, ১৬ মহররম ১৪৪৭

ফিচার

লস কারাকোলস পাস, চিলি

. | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৪৫, আগস্ট ৯, ২০১৪
লস কারাকোলস পাস, চিলি লস কারাকোলস পাস

অান্দিজ পর্বতমালার ভেতর দিয়ে যাওয়া সড়কটি সংযোগ স্থাপন করেছে আর্জেন্টিনা এবং চিলির মধ্যে। দুই গুরুত্বপূর্ণ নগরী সান্টিয়াগো এবং মেনডোজার মধ্যে সংযোগ স্থাপনকারী একমাত্র সড়ক হওয়ায় এখানে থাকে যানবাহনের নিত্য ভিড়।



পর্বতের গা বেয়ে চলা সড়কটিতে রয়েছে অসংখ্য আকাবাঁকা ও মারাত্মক ঢালু বাঁক। ফলে এই রাস্তা ধরে চলার সময় বুক কাঁপবে না এমন লোক আছেন খুবই কম।

 

Croatia

দি কোস্ট রোডস(অ্যাড্রিয়াটিক হাইওয়ে), ক্রোয়েশিয়া

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।