কোস্ট রোড সড়কটি মূলত ক্রোয়েশিয়ার অ্যাড্রিয়াটিক হাইওয়ের অংশ। অ্যাড্রিয়াটিক সাগরের তীর ঘেষে চলা এ মহাসড়কটি ক্রোয়েশিয়া ছাড়াও ছুঁয়েছে প্রতিবেশী বসনিয়া এবং মন্টেনেগ্রোকে।
সড়কটিতে রয়েছে অসংখ্য কানাবাঁক। তাছাড়া অনেক ‘অ্যাট গ্রেড ইন্টারসেকশনও’ (যেখানে অনেক পথ এসে মেলে) রয়েছে সড়কটিতে। ভয়ঙ্কর বিপদসঙ্কুলতার পাশাপাশি অপরুপ সাইড ভিউয়ের কারণেও বিখ্যাত সড়কটি।