ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

ফিচার

পশ্চিমবঙ্গে বিড়ালের মৃত্যুতে মামলা দায়ের

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০৪, জুলাই ১৯, ২০১৫
পশ্চিমবঙ্গে বিড়ালের মৃত্যুতে মামলা দায়ের ফাইল ফটো

ঢাকা: ভারতে অজ্ঞাত বিড়ালের মৃত্যুতে মামলা দায়ের করেছেন এক যুবক। পশ্চিমবঙ্গের পাটুলি রেলস্টেশন এলাকায় সৈকত সরকার নামে ওই ব্যক্তি বিড়াল হত্যার দায়ে থানায় মামলা ঠুকেছেন।

তার অভিযোগ, গত শুক্রবার (১৭ জুলাই) রাতে রাস্তার একটি বিড়ালকে নির্মমভাবে হত্যা করা হয়েছে!

তার অভিযোগের প্রেক্ষিতে মামলার তদন্ত চালাচ্ছে পুলিশ।

অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে বিড়াল হত্যার অভিযোগ দায়ের করেছেন তিনি। অভিযোগ পেয়ে মৃত বিড়ালটিকে উদ্ধার করে স্থানীয় পুলিশ। পরে প্রিভেনশন টু ক্রুয়েলটি টু অ্যানিম্যাল অ্যাক্ট-১৯৬০ অনুযায়ী বিড়াল হত্যার তদন্ত শুরু হয়। মৃত্যুর প্রকৃত কারণ জানতে বিড়ালের মরদেহ ময়নাতদন্তের জন্য পশু হাসপাতালেও নেওয়া হয়।

এদিকে, তদন্তে নেমে পুলিশ জানতে পারে আরও অন্য একটি তথ্য। এর আগে পশ্চিমবঙ্গে মারা যায় বেশ কয়েকটি বিড়াল। সে সময় বিড়াল হত্যা হয় প্রতিবেশীর সঙ্গে বিড়াল মালিকের সম্পর্ক ভালো ছিল না বলে। তাই আক্রোশের বশেই বিড়ালগুলোকে হত্যা করা হয়। বছর খানেক আগে ভবানীপুরেও প্রতিবেশীর রোষের বলি হয়েছিল একটি বিড়াল। জমে থাকা রাগ মেটাতেই সে বিড়ালটিকে খুন করে পুড়িয়েও দেওয়া হয়েছিল।

তবে বিড়াল হত্যায় আনুষ্ঠানিক মামলা হলো এবার। এখানে বিড়ালটির নির্দিষ্ট কোনো মালিক না থাকায় এমন অভিযোগকে বেশ বিরল বলছে সংশ্লিষ্টরা।

বাংলাদেশ সময়: ১২৫৬ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।