ঢাকা, সোমবার, ২৪ ভাদ্র ১৪৩২, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৫ রবিউল আউয়াল ১৪৪৭

ফিচার

রংপুরের তিস্তার চরের বিস্তীর্ণ এলাকা জুড়ে বাদাম চাষ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৮, মে ২১, ২০১৬
রংপুরের তিস্তার চরের বিস্তীর্ণ এলাকা জুড়ে বাদাম চাষ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রংপুরের তিস্তা নদীর বিস্তীর্ণ চর জুড়ে চাষ করা হয়েছে বাদাম।

জমি থেকে বাদাম তোলা হচ্ছে।


ফসল যদিও আশানুরুপ হয়নি তবুও বাদাম তুলতে পেরে কৃষকের মুখে হাসি।

গাছ থেকে আলাদা করা হচ্ছে বাদাম।

গাছ থেকে বাদাম আলাদা করার পর রোদে শুকানো হচ্ছে।

বাদাম আলাদা করার পর গাছ গবাদি পশুর খাদ্য হিসেবে ব্যবহার করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে।

বৃষ্টি থেকে শুকনো বাদাম রক্ষা করতে ব্যস্ত কৃষকেরা। এভাবেই চলে চরের শুষ্ক মৌসুমে চাষাবাদ।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, মে ২১, ২০১৬
আরএইচএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।