ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

ফুটবল

প্রতিভা অন্বেষণের প্রত্যয় বাটলারের

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪৯, জানুয়ারি ১৮, ২০২৪
প্রতিভা অন্বেষণের প্রত্যয় বাটলারের

ইংলিশ কোচ পিটার বাটলার বাফুফে একাডেমির হেড কোচ হয়ে বাংলাদেশে এসেছেন। এক বছরের জন্য দায়িত্ব পালন করবেন তিনি।

গতকাল ঢাকায় এসে আজ একাডেমিতে থাকা ফুটবলার, কোচিং স্টাফ ও ফেডারেশন কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

লাইবেরিয়ান জাতীয় দলের কোচ থেকে একাডেমির কোচ, কেন? পিটার বলেন, ‘আমার জন্য এটা চ্যালেঞ্জ। আমি ভালো কিছু করতে চাই বলেই এসেছি। ’

পিটার বলেন, ‘আমি আমার অভিজ্ঞতা অর্জন করেছি ফুটবলের মাঝে বিলিয়ে দিতে। যারা আগামী দিনের ফুটবলে ফুল ফোটাতে চায় তাদের নিয়ে আমি কাজ করতে চাই। গড়ে তুলতে চাই। কাজটা সহজ হবে না, এটা একটা চ্যালেঞ্জ। আফ্রিকা আর এশিয়ার ফুটবলে বেশ মিল রয়েছে। যে কারণে আমি এখানকার ছেলেদের নিয়ে কাজ করতে আগ্রহী হয়েছি। তবে হতাশ হওয়ার কোনো কারণ নেই। এখন কাজ করাটাই বড় বিষয়। ’ 

বাফুফের এলিট একাডেমির সাবেক হেড কোচ পল স্মলি খেলোয়াড় সন্ধানে জেলা পর্যায়ে যাননি। নতুন কোচ এসে জেলা পর্যায়ে যাওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন প্রথম কর্মদিবসেই, ‘আমি শুনেছি বাংলাদেশে ৬৪ জেলা। প্রতিটি জেলায় যাওয়া সম্ভব নয়। টুর্নামেন্ট হলে বা কোনো আয়োজন থাকলে আমি অবশ্যই কয়েকটি জেলায় যাব প্রতিভা সন্ধানে। ’

বাংলাদেশ সময়: ১৮৪৯ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৪
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।