ঢাকা, রবিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

ফুটবল

সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ

এগিয়ে গিয়েও মালদ্বীপকে হারাতে পারেনি বাংলাদেশ

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০০, সেপ্টেম্বর ২২, ২০২৪
এগিয়ে গিয়েও মালদ্বীপকে হারাতে পারেনি বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে শুরুটা একদমই ভালো হয়নি বাংলাদেশের। হারতে হয়েছে ভারতের কাছে।

এবার মালদ্বীপের বিপক্ষে এগিয়ে গিয়েও ড্র করতে হয়েছে ১-১ গোলে। যার ফলে সেমিফাইনালের সমীকরণ আরও কঠিন হয়ে গেল সাইফুল বারী টিটুর শিষ্যদের জন্য।

ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে শুরু থেকেই বাংলাদেশের খেলায় চোখে পড়ে আগ্রাসন। কিন্তু প্রথমার্ধ থাকে গোলশূন্যই। বিরতি থেকে ফিরে পরিশ্রমের ফল পায় বাংলাদেশ। ৪৯ মিনিটে বাঁ পায়ের বাঁকানো শটে এগিয়ে দেন মুর্শেদ আলী। দুই মিনিট পরই ব্যবধান দ্বিগুণ হতে পারত। কিন্তু মুর্শেদ আলী ফাঁকা পোস্টে বলই লাগাতে পারেননি।

মালদ্বীপ ম্যাচে ফিরে ৭৯ মিনিটে। বাংলাদেশের দুই ডিফেন্ডারকে পেছনে ফেলে ব্যবধান ১-১ করেন অধিনায়ক ইলান ইমরান। পরে গোল মিসের মহড়া সাজিয়ে ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে। আগামী মঙ্গলবার ভারতের কাছে যদি মালদ্বীপ ২-০ গোলে হারে তবেই শেষ চারে যাবে টিটুর দল।

বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২৪
এআর/এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।