ঢাকা, বৃহস্পতিবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

ফুটবল

বেলজিয়াম-আলজেরিয়া একাদশ

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১৩, জুন ১৭, ২০১৪
বেলজিয়াম-আলজেরিয়া একাদশ

ঢাকা: ‘এইচ’ গ্রুপের প্রথম ম্যাচে বেলজিয়ামের মুখোমুখি হচ্ছে আলজেরিয়া। এরই মধ্যে দু’দলই তাদের একাদশ ঘোষণা করেছে।



মঙ্গলবার রাত ১০টায় ব্রাজিলের বেলো হরিজন্তে স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হবে।

আলজেরিয়া একাদশ
রাইস মা’বোলহি (২৩), মজিদ বুঘেরা (২), ফৌজি গুলাম (৩), রফিক হালিচ (৫), মেহদি মোস্তেফা (২২), সোফিনে ফেঘুলি (১০), কার্ল মেদিয়ানি (১২), নাবিল বেনতালেব (১৪), সাফির তাইদার (১৯), রিয়াদ মাহরেজ (২১),  হিলাল সৌদানি (১৫)।

কোচ: হালি হদিস বাহিত (বাহরাইন)।

বেলজিয়াম একাদশ
থিবাউত কুরটয়েস (১), টবি আল্ডারউইরলেড (২), ভিন্সেন্ট কোম্পানি (৪), ইয়ান ভারটনগেন (৫), ড্যানিয়েল ভ্যান বাইটেন (১৫), অ্যাক্সেল উইটসেল (৬), কেভিন ডি ব্রাইন (৭), এডেন হ্যাজার্ড (১০), মুসা ডেম্বেলে (১৯), নেসার চাদি (২২), রোমেলু লুকাকু (৯)।

কোচ: উইলমটস মার্চ (বেলজিয়াম)।

বাংলাদেশ সময়: ২১০৪ ঘণ্টা, জুন ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।