ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

ফুটবল

চতুর্থ লাল কার্ড খেলেন ক্যামেরুনের সং

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:২৪, জুন ১৯, ২০১৪
চতুর্থ লাল কার্ড খেলেন ক্যামেরুনের সং

ঢাকা: এবারের ফুটবল বিশ্বকাপের চতুর্থ লাল কার্ড হজম করে মাঠ ছাড়তে ছাড়তে হলো ক্যামেরুনের ফুটবলার আলেক্স সংকে।

বুধবার বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোর ৪টায় মানাউসের অ্যারেনা অ্যামাজোনিয়া স্টেডিয়ামে শুরু হওয়া ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচে প্রতিপক্ষের ফরোয়ার্ড প্লেয়ার মারিও মানজুকিকে পেছন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ায় তাকে এ কার্ড দেখান রেফারি।



খেলায় এখন পর্যন্ত ৩-০ গোলে এগিয়ে রয়েছে ক্রোয়েশিয়া। দলটির পক্ষে একটি গোলটি করেছেন ইভিকা ওলিচ। খেলার ১১ মিনিটের মাথায় গোলটি করেন তিনি। একটি গোলটি করেছেন ইভান প্যারিসিক। ৪৮ মিনিটের মাথায় গোল ‍উদযাপন করেন তিনি। আর শেষ পেরেকটি ঠুকেন মানজুকি। তিনি গোল করেন ৬১ মিনিটের মাথায়।

বিশ্বকাপের প্রথম লাল কার্ড দেখেন কোস্টারিকার ম্যাক্সিমিলানো প্যারেইরা। দ্বিতীয়টি হজম করেন হন্ডুরাসের উইলসন প্যালাসিওস, আর তৃতীয়টি দেখেন পর্তুগালের পেপে।

বাংলাদেশ সময়: ০৫০৯ ঘণ্টা, জুন ১৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।