ঢাকা, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

ফুটবল

বিশ্বকাপ জিতলে চুল কেটে ফেলবেন ফেল্লাইনি

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫৬, জুন ২০, ২০১৪
বিশ্বকাপ জিতলে চুল কেটে ফেলবেন ফেল্লাইনি মারোয়ানি ফেল্লাইনি

ঢাকা: বিশ্বকাপ জিততে পারে বেলজিয়াম, এমনটি মনে করেন দলের মিডফিল্ডার মারোয়ানি ফেল্লাইনি। ২৬ বছর বয়সী ম্যান ইউয়ের এই ফুটবলার বেলজিয়ামকে এবার প্রথমবারের মতো বিশ্বশিরোপা জেতার স্বাদ দিতে চান।



নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে বেলজিয়ানরা। ম্যাচের ৭০ মিনিটে গোল করে সেই ম্যাচে দলকে প্রথম গোল উপহার দেন ফেল্লাইনি। দারুন ছন্দে রয়েছেন বলেও বিশ্বাস করেন তিনি।

ঝাকরা চুলের স্টাইলিশ এই খেলোয়াড় বলেন, ‘বেলজিয়াম বিশ্বকাপ জিততে সামর্থ রাখে। যদি বিশ্বকাপ জিতে তার প্রমান দিতে পারি, তবে আমি প্রতিজ্ঞা করছি আমার চুল কেটে ফেলব। ’

ফেল্লাইনি তার সাবেক ক্লাব এভারটনের হয়ে খেলেছেন ১৪১টি ম্যাচ। গোল করেছেন ২৫টি। ২০১৩ সালে ম্যান ইউতে যোগ দিয়ে খেলেছেন ১৬টি ম্যাচ। আর দেশের জার্সি গায়ে ৯টি গোল করেছেন অর্ধশত ম্যাচ খেলে।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘন্টা, ২০ জুন ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।