ঢাকা, বৃহস্পতিবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

ফুটবল

প্লেনে আলভেজদের সাম্বা পার্টি (ভিডিওসহ)

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩৪, জুন ২৫, ২০১৪
প্লেনে আলভেজদের সাম্বা পার্টি (ভিডিওসহ)

ঢাকা: প্লেনে ভ্রমন করার সময় সাম্বা পার্টি করলেন ব্রাজিলিয়ান ফুটবলাররা। ফুটবল বিশ্বকাপে এক জায়গা থেকে অন্য যায়গায় যাওয়ার সময় আকাশ পথে আনন্দের খোরাক তৈরি করেন তিন সেলেকাও।

এমন আনন্দে মাতোয়ারা থাকাটা দলের জন্যে স্বাভাবিক ব্যাপার। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ক্যামেরুনের বিপক্ষে ৪-১ গোলে বড় জয় পেয়েছে পেলের উত্তরসূরিরা।
 
‘এ’ গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে উঠেছে ব্রাজিল। নিরাপদে গ্রুপ পর্বটা শেষ করেছে তারা। তাই প্রফুল্ল ও গর্বিত সেলেকাওরা। প্লেনে চড়ে দানি আলভেজ, দান্তে ও উইলিয়ান সাম্বা গান ও নাচে মাতোয়ারা হন। সাম্বা গান গাওয়ার জন্যে তারা ড্রামস, খঞ্জনি ও তার যুক্ত যন্ত্র ব্যাবহার করেন। দ্বিতীয় রাউন্ডে চিলির বিপক্ষে খেলার আগে স্বল্প সময়ের জন্যে এই আনন্দটুকু তারা করলেন।

ব্রাজিলিয়ানদের সাম্বা গানের ভিডিওটি নিচে দেয়া হলো...


বাংলাদেশ সময়: ২১৩৪ ঘণ্টা, ২৫ জুন ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।