ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

ফুটবল

অশ্রুসিক্ত রোনালদোর বিদায় দৃশ্য

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:৩৬, জুলাই ১১, ২০১৬
অশ্রুসিক্ত রোনালদোর বিদায় দৃশ্য

ঢাকা: পারলেন না তিনি। পুরো দেশ ও জাতিকে হতাশায় ডুবিয়ে মাঠ ছেড়ে যেতে হলো তাকে।

তার বিদায়ের মধ্য দিয়ে যেন তিনি নিজেই কাঁদেননি শুধু, কেঁদেছে পুরো পর্তুগাল; এমন কি ফুটবল বিশ্ব।

আরও পড়ুন-  ২৫ মিনিটেই ফাইনাল শেষ রোনালদোর
কারণ সবারই তো স্বপ্ন ছিল ওই একটাই। তাদের প্রিয় তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ইউরোর ফাইনালে ফ্রান্সকে হারিয়ে শিরোপা এনে দেবেন দলকে। মাঠে থেকে দাপট দেখিয়ে খেলবেন-গোল করবেন। কিন্তু ইনজুরির কবলে পড়ে মাঠেই আর হলো না থাকা।

অশ্রুসিক্ত রোনালদো বিদায় নিলেন। ব্যথা পেয়ে প্রথমে চিৎকার করেন, পরে শুয়ে পড়েন। এরপর তাকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়।

এর মধ্য দিয়ে নিজের নামের প্রতিও তিনি সুবিচার করতে পারার সুযোগটুকু পেলেন না আর। আর্জেন্টিনার লিওনেল মেসি পারেননি, হয়ত এবার পারবেন রোনালদো! কই তাও তো হলো না, পুরো ফুলটবল বিশ্বের জন্যই এ এক হতাশার।

বাংলাদেশ সময়: ০২২৬ ঘণ্টা, জুলাই ১১, ২০১৬
এমজেএফ/আইএ

***এডারের গোলে শিরোপার হাতছানি পর্তুগালের
***
নিস্প্রভ ফরাসি তারকা গ্রিজম্যান
***
অতিরিক্ত সময়ের খেলায় ফ্রান্স-পর্তুগাল
***
অশ্রুসিক্ত রোনালদোর বিদায় দৃশ্য
***
ইউরো ফাইনালের দর্শক হলো পোকারাও!
***
মাঠে নেই রোনালদো, প্রথমার্ধ গোলশূন্য
***
২৫ মিনিটেই ফাইনাল শেষ রোনালদোর
***
প্যারিসে ইউরোপ শ্রেষ্ঠত্বের লড়াই চলছে
***
প্যারিসে ইউরোপ শ্রেষ্ঠত্বের লড়াই শুরু
***
ইউরোর ফাইনালে ফ্রান্স-পর্তুগাল একাদশ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।