ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

ফুটবল

এডারের গোলে শিরোপার হাতছানি পর্তুগালের

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:২১, জুলাই ১১, ২০১৬
এডারের গোলে শিরোপার হাতছানি পর্তুগালের

ঢাকা: ১০৯ মিনিটের মাথায় অসাধারণ এক গোলে পুরো গ্যালারি কাঁপিয়ে তুললেন এডার। এতে বুক ফেঁটে এলে স্বাগতিকদের আর প্রথমবার শিরোপা জয়ের উপলক্ষ্য গড়ে তললো পর্তুগিজরা।

বদলি খেলোয়াড় এডারের দুরন্ত গোলে প্রথমবারের মতো ইউরোপের ফুটবল সিংহাসনে আসীন হলো পর্তুগিজরা। ৯ নম্বর জার্সিধারী এই ফুটবলার ২৫ গজ দূর থেকে ফরাসি গোলরক্ষক হুগো লোরিসকে বোকা বানিয়ে বল জালে জড়ান। এতে এক-শূন্য ব্যাবধান তৈরি হয়। যাতে করে পুরো ম্যাচের নিয়ন্ত্রণ চলে এলো রোনালদো বাহিনীর হাতে।

এর অাগে, লাখো-লাখো দর্শককে হতাশায় ডুবিয়ে পায়ের ইনজুরির জন্য মাঠের বাইরে চলে যেতে হয় ক্রিস্টিয়ানো রোনালদোকে। এছাড়া ফরাসি বড় তারকা এবং গত ম্যাচে একাই জয়ের নায়ক গ্রিজম্যান এদিন নিস্প্রভ ছিলেন।

রোববার (১০ জুলাই) বাংলাদেশ সময় দিনগত রাত ১টায় ফ্রান্সের রাজধানী প্যারিসের সেন্ট ডেনিসে ন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচটি মাঠে গড়ায়।

***এডারের গোলে শিরোপার হাতছানি পর্তুগালের
***
নিস্প্রভ ফরাসি তারকা গ্রিজম্যান
***
অতিরিক্ত সময়ের খেলায় ফ্রান্স-পর্তুগাল
***
অশ্রুসিক্ত রোনালদোর বিদায় দৃশ্য
***
ইউরো ফাইনালের দর্শক হলো পোকারাও!
***
মাঠে নেই রোনালদো, প্রথমার্ধ গোলশূন্য
***
২৫ মিনিটেই ফাইনাল শেষ রোনালদোর
***
প্যারিসে ইউরোপ শ্রেষ্ঠত্বের লড়াই চলছে
***
প্যারিসে ইউরোপ শ্রেষ্ঠত্বের লড়াই শুরু
***
ইউরোর ফাইনালে ফ্রান্স-পর্তুগাল একাদশ

বাংলাদেশ সময়: ০৩২০ ঘণ্টা, জুলাই ১১, ২০১৬
এমজেএফ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।