ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

ফুটবল

ব্রাজিলিয়ান আদ্রিয়ানোকে নিয়েই ছাড়লো বেসিকতাস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১৯, জুলাই ২৯, ২০১৬
ব্রাজিলিয়ান আদ্রিয়ানোকে নিয়েই ছাড়লো বেসিকতাস

ঢাকা: আদ্রিয়ানো কোরেইরাকে দলে টানতে উঠে পড়ে লেগেছিল বেসিকতাস। তুরস্ক চ্যাম্পিয়নদের এই ব্রাজিলিয়ান ডিফেন্ডারকে দলে নিতে বার্সেলোনার সঙ্গে একাধিকবার আলোচনাতেও বসতে হয়েছিল।

অবশেষে সফল হয়েছে ক্লাবটি।

ইসমাইল কোয়বাসির পরিবর্তে ৩১ বছর বয়সী আদ্রিয়ানোকে দলে টানলো বেসিকতাস। ক’দিন আগে লুকাস ডিগনেকে বার্সা দলে নেওয়ায় লেফট ব্যাক হিসেবে থাকা আদ্রিয়ানো বিপাকে পড়ে। ফলে তাকে ইস্তানবুলে আনার ব্যাপারে একরকম আশাবাদী ছিল বেসিকতাস।

এক বিবৃতিতে বেসিকতাস জানায়, ‘আমরা আদ্রিয়ানোকে দলে নিতে বার্সেলোনার সঙ্গে আলোচনা করেছি। অবশেষে তাকে দলে পাওয়া গেল। ’

৬ লাখ ইউরোতে আদ্রিয়ানোকে দলে নেয় বেসিকতাস। চুক্তিতে বেতন বাড়ানোর ইস্যু রাখা হয়েছে।

২০১০ সালে সেভিয়া থেকে বার্সায় পাড়ি দেয় আদ্রিয়ানো। কাতালানদের হয়ে ২০০ টির মতো ম্যাচ খেলেছেন। যেখানে তিনি চারটি লা লিগা ও দুটি চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছেন। তবে লুইস এনরিকের অধীনে তিনি শেষ মৌসুমে মাত্র আটটি ম্যাচ খেলেন।

বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, ২৯ জুলাই ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।