ঢাকা, সোমবার, ১০ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

ফুটবল

১০ বছরের পাসিং রেকর্ড ভাঙলেন টার স্টেগেন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪৪, আগস্ট ২৯, ২০১৬
১০ বছরের পাসিং রেকর্ড ভাঙলেন টার স্টেগেন টার স্টেগেন-ছবি:সংগৃহীত

ঢাকা: অনন্য এক রেকর্ডই গড়লেন বার্সেলোনার গোলরক্ষক মার্ক-আন্দ্রে টার স্টেগেন। গোলরক্ষক হিসেবে ৫১টি পাস দিয়ে ১০ বছর আগের রেকর্ড ভাঙলেন তিনি।

অ্যাতলেটিক বিলবাওয়ের বিপক্ষে বার্সার ১-০ গোলে জয়ের ম্যাচে এমন কীর্তি গড়েন এ জার্মান তারকা।

অথচ গত দুই বছরের ক্যারিয়ারে লা লিগার ম্যাচই খেলতে পারতেন না টার স্টেগেন। কারণ এতদিন চিলিয়ান গোলরক্ষক লিগের ম্যাচের বার্সার জাল সামলাতেন। আর চ্যাম্পিয়নস লিগ সহ অন্য টুর্নামেন্টে থাকতেন স্টেগেন।

এদিন ক্যারিয়ারের অষ্টম লিগ ম্যাচ খেলেন টার স্টেগেন। আর এতেই প্রমাণ করেন এ মৌসুমে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটিতে পাড়ি দেওয়া ব্রাভো থেকে তিনি কতটা দায়িত্ববান। সান মামেসে মোট ৫১টি পাস দেন তিনি।

এই ৫১ পাসের ৮২.৩ শতাংশ ছিল সঠিক পাস। এর আগে লিগের প্রথম ম্যাচে ব্রাভো মাত্র ১৬টি পাস দিয়েছিলেন। আগের রেকর্ডটি ছিল বার্সার সাবেক গোলরক্ষক ভিক্টর ভালদেসের।

বাংলাদেশ সময়: ১২৩৯ ঘণ্টা, ২৯ আগস্ট, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।