ঢাকা, শুক্রবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

ফুটবল

সমালোচনায় রোনালদোর কড়া জবাব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১১, সেপ্টেম্বর ১১, ২০১৬
সমালোচনায় রোনালদোর কড়া জবাব ছবি:সংগৃহীত

ঢাকা: নিজের অপমান কিছুতেই সহ্য করতে পারেন না ক্রিস্টিয়ানো রোনালদো। তেমনি সহ্য করতে পারেননি বার্সেলোনার সাবেক মিডফিল্ডার জাভির সমালোচনাও।

সম্প্রতি স্প্যানিশ তারকা জাভি বলেছিলেন, রোনালদো থেকে মেসি সেরা। আর এমন মন্তব্যে ক্ষেপে গিয়ে কড়া জবাবই দিলেন রিয়াল মাদ্রিদ উইঙ্গার রোনালদো।

বর্তমানে মধ্যপ্রাচ্যের ক্লাব আল সাদের হয়ে খেলা জাভি ক’দিন আগে এক সংবাদ মাধ্যমে জানিয়েছিলেন, রোনালদো প্রতিভাবান ফুটবলার, তবে মেসির সঙ্গে তার কোনো তুলনা চলে না। আর্জেন্টাইন অধিনায়ক অন্য পর্যায়ের ফুটবলার।

রোনালদো নিজের এমন ‍অপমান ব্যক্তিগতভাবেই নিয়েছেন। যেখানে তার কথা বললে সবাই সংবাদের শিরোনাম হন বলে জানান তিনি। পরে জাভির ব্যক্তিগত কোনো অর্জন নেই বলে সমালোচনা করেন সিআর সেভেন।

রোনালদো জানান, ‘সবাই জানে আমাকে কিছু বললে সে সংবাদের শিরোনামে আসবে। জাভি একটি ব্যালন ডি’অরও জিতেনি। সেখানে আমি তিনটি জিতেছি। ’

শনিবার রাতে লা লিগার ম্যাচে ওসাসুনার বিপক্ষে লড়ে রিয়াল। যেখানে ৫-২ ব্যবধানের বড় জয় পায় জিনেদিন জিদানের শিষ্যরা। আর এ ম্যাচের মাধ্যমে চলতি মৌসুমে গ্যালাকটিকোদের হয়ে প্রথম মাঠে নামেন পর্তুগিজ অধিনায়ক রোনালদো। ম্যাচের ৬ মিনিটেই ইনজুরি ফেরত এ তারকা গোল করেন।

বাংলাদেশ সময়:  ১৩০৮ ঘণ্টা, ১১ সেপ্টেম্বর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।