ঢাকা, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

ফুটবল

৬ দল নিয়ে বঙ্গবন্ধু গোল্ড কাপ এপ্রিলে

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩০, মার্চ ১৬, ২০১৭
৬ দল নিয়ে বঙ্গবন্ধু গোল্ড কাপ এপ্রিলে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চলতি মাসে বঙ্গবন্ধু গোল্ডকাপের আয়োজন করার কথা থাকলেও তা পিছিয়ে আগামী মাসের (এপ্রিল) তৃতীয় সপ্তাহে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবলের সর্বোচ্চ সংস্থা, বাফুফে। এবার ছয়টি দেশ নিয়ে শুরু হবে এই আন্তর্জাতিক টুর্নামেন্ট।

বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুর থেকে বিকেল পর্যন্ত চার ঘণ্টা আলোচনা শেষে বাফুফের সিনিয়র সহ-সভাপতি গোলাম মুর্শেদী গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি জানান, 'মার্চে টুর্নামেন্টটি করার কথা ছিল।

অনেকগুলো দলের সঙ্গে কথা বলেছি, এশিয়া জোন ও মধ্যপ্রাচ্যের অনেকগুলো দেশের সঙ্গে কথা হয়েছে। মার্চের আসরটি এপ্রিলের তৃতীয় সপ্তাহে হবে। ছয়টি দল খেলবে। বাংলাদেশের জাতীয় টিমও তাতে অন্তর্ভুক্ত। '

গতবারের চ্যাম্পিয়ন নেপালকে প্রাইজমানি না দেয়ার ব্যাপারে জানতে চাইলে তিনি জানান, 'তাদের সেটা দেয়া হয়নি। পরিশোধও করা হয়নি। এ ব্যাপারে আপাতত কিছুই ভাবছি না। '

বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, ১৬ মার্চ ২০১৭
জেএইচ/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।