ঢাকা, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

ফুটবল

রোনালদোর জোড়া গোলে চূর্ণ বায়ার্ন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:০৭, এপ্রিল ১২, ২০১৭
রোনালদোর জোড়া গোলে চূর্ণ বায়ার্ন রোনালদো (ফাইল ফটো)

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখকে ২-১ গোলের ব্যবধানে হারালো ক্রিশ্চায়ানো রোনালদো। শুধু রোনালদো বলার কারণ, পর্তুগিজ এ তারকা একাই দু’গোল করে ডুবিয়েছে বায়ার্নকে।

চ্যাম্পিয়ন্স লিগের রেকর্ড গোলদাতা রোনালদো নিজের গোলের সংখ্যা আরও ২টি বাড়িয়ে নিলেন ১০ জনের বায়ার্নকে পেয়ে। দুটি গোলই আসে দ্বিতীয়ার্ধে।

বায়ার্নের তারকা আর্তুরো ভিদাল প্রথমে গোল দিয়ে এগিয়ে নেন দেলকে। তবে পরেই তিনি ক্রসবারে বল মেরে পেনাল্টির সুযোগ হারান। প্রথম অর্ধের পুরো নিয়ন্ত্রণই থাকে বায়ার্নের হাতে।

খেলার দ্বিতীয় অধ্যায় রোনালদোময়। পর্তুগিজ তারকা চালকের আসনে নিয়ে যান রিয়াল মাদ্রিদকে। প্রতিপক্ষে মাঠে গিয়ে জয় নিয়ে ফিরতে পারায় দারুণ খুশি রিয়াল কোচ জিনেদিন জিদান। কেননা ঘরের মাঠে পরবর্তী ম্যাচ ড্র করলেও রিয়াল পৌঁছে যাবে সেমি ফাইনালে।

বাংলাদেশ সময়: ০৪০৩ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৪
এমএন/ওএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।