ঢাকা, সোমবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

ফুটবল

বার্সা ম্যাচ নিয়ে জুভেন্টাসকে সতর্ক করলেন হিগুয়েইন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৫৭, এপ্রিল ১৮, ২০১৭
বার্সা ম্যাচ নিয়ে জুভেন্টাসকে সতর্ক করলেন হিগুয়েইন ন্যু ক্যাম্পে ফিরতি পর্বের ম্যাচ নিয়ে জুভেন্টাসকে সতর্ক করলেন হিগুয়েইন/ছবি: সংগৃহীত

প্রথম লেগে ৩-০ গোলে জিতলেও বার্সেলোনার মাঠে জুভেন্টাসের আত্মতুষ্টিতে থাকার কোনো সুযোগ নেই। চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে ফিরতি পর্বের ম্যাচ সামনে রেখে জুভিদের সতর্কই করে দিয়েছেন দলের আর্জেন্টাইন তারকা গঞ্জালো হিগুয়েইন।

বুধবার (১৯ এপ্রিল) ঘুরে দাঁড়ানোর পাহাড়সম চ্যালেঞ্জ নিয়ে ইতালিয়ান চ্যাম্পিয়নদের মুখোমুখি হবে বার্সা। ন্যু ক্যাম্পে বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে ১টায় হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে।

হোম ভেন্যুতে রূপকথার জন্ম দেওয়া বার্সার বিপক্ষে কোনো নিশ্চয়তা নেই বলেই মনে করেন হিগুয়েইন।  ঘরের মাঠে ইতিহাস গড়ে কোয়ার্টারে পা রাখে কাতালানরা। ৪-০ ব্যবধানে এগিয়ে থেকেও শেষ রক্ষা হয়নি পিএসজির। নকআউট পর্বের (শেষ ষোলো) দ্বিতীয় লেগে অভাবনীয়ভাবে ৬-১ গোলের (৬-৫ অ্যাগ্রিগেট) জয় তুলে নেয় লুইস এনরিকের বার্সা।

এতেই যত ভয় হিগুয়েইনের, ‘আমি জানি না আমাদের ৩-০ লিড যথেষ্ট কি না। ন্যু ক্যাম্পে আমাদের লড়াই করতে হবে এবং প্রথম লেগে তুরিনে যেভাবে খেলেছি সেভাবেই পারফর্ম করতে হবে। বার্সেলোনা পিএসজির বিপক্ষে দেখিয়ে দিয়েছে যে তারা অলৌকিক কিছুর জন্ম দিতে সক্ষম। তাই আমাদের সতর্ক থাকার বিকল্প নেই। ’

‘তারা আমাদের ভোগাবে। যাই হোক, আমরা সুযোগ তৈরি করে গোলস্কোর করতে চোখ রাখছি এবং আমরা নিশ্চিত যে এটিই আমাদের পরবর্তী রাউন্ডে নিয়ে যাবে। ’-যোগ করেন সাবেক রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড।

বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, ১৮ এপ্রিল, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।