ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

ফুটবল

বার্সা গ্রেট জাভির প্রথম শিরোপা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৪৪, এপ্রিল ৩০, ২০১৭
বার্সা গ্রেট জাভির প্রথম শিরোপা বার্সা গ্রেট জাভির প্রথম শিরোপা-ছবি:সংগৃহীত

কাতারভিত্তিক ফুটবল ক্লাব আল সাদের হয়ে ক্যারিয়ারের প্রথম শিরোপা জিতলেন বার্সেলোনার কিংবদন্তি জাভি হার্নান্দেজ। ফাইনাল ম্যাচে তার দল ২-১ গোলে জয় পায় এল জাইশের বিপক্ষে। পরে ট্রফির উল্লাসে মেতে ওঠে দলটি।

রাজধানী দোহায় শিরোপা নির্ধারণী ম্যাচে আল সাদের হয়ে একটি করে গোল করেন বাগদাদ বনেদজা ও জুগুরথা হ্যামরুনু।  

এদিকে ২০১৫ সালে নিজের শৈশবের ক্লাব বার্সা ছেড়ে আল সাদে যোগ দেন বর্তমানে ৩৭ বছর বয়সী এ মিডফিল্ডার।

সেবার লুইস এনরিকের অভিষেক মৌসুমে ট্রেবল জয় করে কাতালানরা।

শিরোপা জেতার পর জাভি জানান, ‘ম্যাচের সময় আল সাদ ফুটবলারদের ইচ্ছে পরিস্কার ছিল। আর কাতারে নিজ দলের হয়ে প্রথম শিরোপা জেতায় গর্বিত আমি। আশাকরি দল নিয়মিত পারর্ফম করে এমইর’স কাপও জিতবে। ’

স্পেনের হয়ে বিশ্বকাপ জয়ী এ তারকা আরও বলেন, ‘আমি আল সাদ ক্লাবের সকল সমর্থকদের প্রতি কৃতজ্ঞ, যারা আমাদের অকুণ্ঠ সমর্থন দিয়েছেন। তারাই আমাদের শিরোপা জেতানোর পেছনে বড় ভূমিকা পালন করেছেন। ’

জাভি বার্সার একাডেমির পর ১৯৯৮ সালে সিনিয়র দলে যোগ দেন। পরবর্তীতে দলটির হয়ে রেকর্ড ৭৬৭টি ম্যাচ খেলেছেন তিনি। যেখান থেকে ৮৫টি গোলও আদায় করেন।

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, ৩০ এপ্রিল, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।