ঢাকা, বুধবার, ২৫ আষাঢ় ১৪৩২, ০৯ জুলাই ২০২৫, ১৩ মহররম ১৪৪৭

ফুটবল

ইন্সটাগ্রামে রোনালদোর ১০০ মিলিয়ন ফলোয়ার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:৫০, মে ৫, ২০১৭
ইন্সটাগ্রামে রোনালদোর ১০০ মিলিয়ন ফলোয়ার রোনালদোর ১০০ মিলিয়ন ফলোয়ার-ছবি:সংগৃহীত

রেকর্ডের পর রেকর্ড গড়েই যাচ্ছেন রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। শুধু মাঠের পারফরম্যান্সেই নয় মাঠের বাইরেও একই ভাবে এগিয়ে যাচ্ছেন সিআর সেভেন। সদ্যই সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে ১০০ মিলিয়ন ফলোয়ার ছাড়িয়েছে এ তারকা ফুটবলারের।

চলতি সপ্তাহেই চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে অসাধারণ খেলেছেন রোনালদো। অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে ৩-০ গোলে জয়ের ম্যাচে হ্যাটট্রিক করেন পর্তুগিজ অধিনায়ক।

আর প্রথম কোনো ক্রীড়া ব্যক্তিত্ব হিসেবে ইন্সটাগ্রামে এতটা সাফল্য পেলেন তিনি।

৩২ বছর বয়সী রোনালদোর ওপরে সবচেয়ে বেশি ফলোয়ার রয়েছে মাত্র তিনজনের। ১১৯ মিলিয়ন ফলোয়ার আছে গায়িকা সেলেনা গোমেজের। দুইয়ে রয়েছেন টেইলর সুইফট (১০১) ও বিয়ন্সে (১০১)। রোনালদোর সাবেক বান্ধবী কিম কারদেশিয়ান রয়েছেন চতুর্থ অবস্থানে (৯৯)।

খেলোয়াড়দের মধ্যে রোনালদোর পরে রয়েছে বার্সেলোনা ও ব্রাজিলের তারকা নেইমার। তার ফলোয়ারের সংখ্যা ৭৪ মিলিয়ন। আর প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার লিওনেল মেসির রয়েছে ৭১ মিলিয়ন।

স্পোর্টস দল হিসেবে সবচেয়ে বেশি ৫০ মিলিয়ন ফলোয়ার রয়েছে বার্সার। আর ৪৯ মিলিয়ন নিয়ে দ্বিতীয় রিয়াল মাদ্রিদ।

বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, ০৫ মে, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।