ঢাকা, বৃহস্পতিবার, ২৬ আষাঢ় ১৪৩২, ১০ জুলাই ২০২৫, ১৪ মহররম ১৪৪৭

ফুটবল

‘ডাবল’ নিয়ে ভাবছেন না জিদান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৪১, মে ৮, ২০১৭
‘ডাবল’ নিয়ে ভাবছেন না জিদান জিনেদিন জিদানের অধীনে উড়ছে রিয়াল মাদ্রিদ/ছবি: সংগৃহীত

১৯৫৮ সালে সবশেষ মর্যাদাপূর্ণ ‘ডাবল’ শিরোপা জয়ের উল্লাস করেছিল রিয়াল মাদ্রিদ। জিনেদিন জিদানের অধীনে দীর্ঘ সময় পর আবারো সেই উপলক্ষের পথে গ্যালাকটিকোরা। লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ জয়ে চোখ রাখছে স্প্যানিশ জায়ান্টরা। সে যাই হোক, এ নিয়ে মাথা ঘামাতে চান না ফ্রেঞ্চ কিংবদন্তি।

এখন শুধুমাত্র অ্যাতলেতিকো ম্যাচ নিয়ে ভাবছেন জিদান। চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে (৩-০) তিন গোলের লিড নিয়ে নগর প্রতিদ্বন্দ্বীদের মাঠে নামবেন রোনালদোরা।

মৌসুমের শেষদিকে এসে কোনো ভুল করতে চান না জিদান। এ নিয়ে উদ্বিগ্ন রিয়াল কোচ, ‘আমরা ‘ডাবল’ নিয়ে চিন্তা করছি না। আমি এখন এ নিয়ে স্বপ্ন দেখছি না। রিয়ালকে অবশ্যই বুধবারের ম্যাচে নিখুঁত পারফরম্যান্স করতে হবে। ’

বুধবার (১০ মে) ফাইনাল নির্ধারণী সেমির ফিরতি পর্বের ম্যাচে মুখোমুখি হবে রিয়াল-অ্যাতলেতিকো। ভিসেন্তে কালদেরন স্টেডিয়ামে খেলা শুরু বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে ১টায়।

জিদানের সামনে এবার টানা দু’বার চ্যাম্পিয়নস লিগ জেতার হাতছানি! গত বছর রিয়ালের কোচের দায়িত্ব নিয়ে প্রথম মৌসুমেই বাজিমাত করেন তিনি। এদিকে, লা লিগার শিরোপা পুনরুদ্ধারে (২০১১-১২) সুবিধাজনক অবস্থানে রিয়াল। এক ম্যাচ হাতে রেখে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার সমান পয়েন্টে অবস্থান দ্বিতীয় (৩৫ ম্যাচে ৮৪)। গোল ব্যবধানে এগিয়ে কাতালানরা।

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, ৮ মে, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।