ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

ফুটবল

চিরপ্রতিদ্বন্দ্বীকে বার্সার শুভেচ্ছা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৪১, জুন ৪, ২০১৭
চিরপ্রতিদ্বন্দ্বীকে বার্সার শুভেচ্ছা ছবি:সংগৃহীত

নিজেদের ক্লাব ইতিহাসে রেকর্ড ১২তম চ্যাম্পিয়নস লিগ শিরোপা ঘরে তুলেছে রিয়াল মাদ্রিদ। ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাসকে হারিয়ে ট্রফির উৎসব করে জিনেদিন জিদানের শিষ্যরা। আর এ জয়ের ফলে বিভিন্ন জায়গা থেকে শুভেচ্ছার বন্যা বয়ে যাচ্ছে রিয়াল শিবিরে।

তবে এই শুভেচ্ছা বার্তাগুলোর মধ্যে একটি অবশ্যই ভিন্ন। কেননা রিয়ালের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা থেকেই এসেছে এই শুভেচ্ছাবাণী।

যেটিকে সমর্থকরা ‘স্পোর্টসম্যানশিপ’ হিসেবে বিবেচনা করছেন।

ইউরোপিয়ান ফুটবলে গত কয়েক দশক ধরে সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ফুটবল খেলছে রিয়াল ও বার্সা। আর কাতালান ক্লাবের শুভেচ্ছা প্রদানের ফলে সমর্থকদের মাঝে সৃষ্টি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

নিজেদের অফিসিয়াল টুইটারে বার্সা লিখেছে, কার্ডিফে শিরোপা জেতায় রিয়াল মাদ্রিদকে শুভেচ্ছা। ’

ফাইনালে ক্রিস্টিয়ানো রোনালদোর জোড়া গোলে জুভেন্টাসকে ৪-১ গোলে হারায় রিয়াল। আর রানারআপ জুভেন্টাসের কাছেই কোয়ার্টার ফাইনালে হেরে চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নিয়েছিল বার্সা।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, ০৪ জুন, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।